IPL : উইলিয়ামসন  বিতর্কে বিসিসিআইকে চিঠি হায়দরাবাদের 

সত্যিই কি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আউট ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন!! প্রশ্ন তুলল আইপিএলের (IPL) হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। সেই বিতর্কিত আউট নিয়ে প্রতিবাদ ভারতীয় ক্রিকেট…

IPL : উইলিয়ামসন  বিতর্কে বিসিসিআইকে চিঠি হায়দরাবাদের 

সত্যিই কি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আউট ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন!! প্রশ্ন তুলল আইপিএলের (IPL) হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। সেই বিতর্কিত আউট নিয়ে প্রতিবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে।

হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলে রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে বল উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের কাছে যায়। তবে , রাজস্থান অধিনায়ক ক্যাচ নিতে পারেননি। তাঁর হাতে লেগে বল যায় প্রথম স্লিপে দাঁড়ানো পাড়িক্কলের কাছে। এরপর আউটের আবেদন করলে আম্পায়ার দায়িত্ব দেন তৃতীয় আম্পায়ারকে। তৃতীয় আম্পিয়ারের ক্যামেরায় দেখা যায়, পাড়িক্কল ক্যাচ ধরার ঠিক আগের মুহুর্তে বল মাটি ছুঁয়েছে। তাও রাজস্থানের পক্ষেই সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।

   

উইলিয়ামসনকে দেওয়া এই আউট নিয়েই ক্ষুব্ধ হায়দরাবাদ। দুর্বল আম্পায়ারিং নিয়ে বিসিসিআই-এর কাছে সরকারি ভাবে প্রতিবাদ জানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

Advertisements