HomeSports NewsIPL : কেকেআর ছাড়তেই বিধ্বংসী কার্তিক

IPL : কেকেআর ছাড়তেই বিধ্বংসী কার্তিক

- Advertisement -

শনিবার থেকে শুরু হয়ে গেছে আইপিএল (IPL)। রবিবারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে ব্যাট করতে নেমে দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিং দেখে কাঁটা ঘায়ে নুনের ছিঁটে কলকাতা নাইট রাইডার্সের। নাইট ব্রিগেডের নেতৃত্ব গম্ভীর ছাড়ার পরই দীনেশ কার্তিককে অধিনায়ক করে নিয়ে আসেন শাহরুখ খান, ভেঙ্কি মাইসোররা। কিন্তু, কলকাতায় দীনেশ কার্তিক আসার পরে দলের পারফরম্যান্সে সেভাবে কোনও উন্নতি হয়নি। উলটে কার্তিকের ব্যক্তিগত পারফরম্যান্স গ্রাফও দিনের পর দিন নিম্নমুখী হতে শুরু করেছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। এরপর ২০১৮ সালে কার্তিককে অধিনায়ক করে দলে নিয়ে আসা হয়েছিল। নাইট ব্রিগেডে কার্তিকের অধিনায়কত্বের মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। ওই মরশুমের মাঝপথেই তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সকে মোট ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। রবিবার ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ১৪ বলে ৩২ রান করেছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্স দলের এই প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে তিনটে করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি বেরিয়ে আসে। তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৮.৫৭। যদিও এই ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করে পঞ্জাব কিংস।

   

দীনেশ কার্তিকের এমন ঝোড়ো ব্যাটিং-এর পর থেকেই নেটমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে নাইটদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। একের পর এক মিমে ছেয়ে যায় গোটা নেটপাড়া। কোনো মিমে কেঁদে ভাসাচ্ছেন শাহরুখ খান, কোথাও বা আবার ‘MS Dhoni: The Untold Story’ সিনেমায় মাহির ছোটোবেলার কোচের সঙ্গে তুলনা করা হয়েছে কলকাতা সমর্থকদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular