IPL : কে এই ললিত যাদব? ছ’বলে ছ’টি ছয় মেরেছেন দু’টি ম্যাচে

রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে (IPL) জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ম্যাচের মোড় ঘুরিয়েছেন ললিত যাদব (Lalit Yadav) এবং অক্ষর প্যাটেল। অক্ষর ভারতীয় ক্রিকেট সার্কিটে পরিচিত নাম হলেও ললিত তুলনামূলক কম আলোচিত। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মারকাটারি ইনিংসের পর চর্চায় রয়েছেন তিনি।

মুম্বইয়ের ১৭৮ রান তাড়া করতে নেমে হোঁচট খেয়েছিল দিল্লি। ললিত-অক্ষর জুটির সৌজন্য ম্যাচের পাল্লা ভারী হয়েছিল দিল্লির দিকে। শেষ পর্যন্ত জয় হাসিল করে ঋষভ পন্থের দল। ৩৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন ললিত।

   

কে এই ললিত যাদব?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লিগের ২০২২ সালের নিলামে ললিত যাদবকে ৬৫ লক্ষের বিনিময়ে দলে নিয়েছিল দিল্লির ফ্র্যাঞ্চাইজি দল। লিগে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন তিনি। রেকর্ড আহামরি নয়। সব মিলিয়ে ১১৬ রান করেছেন । যার মধ্যে রয়েছে রবিবারের ৪৮ রানের ইনিংস।

২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে ললিতের অভিষেক। মহারাষ্ট্রের বিরুদ্ধে করেছিলেন ৫২ রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটার হিসেবে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে করেছিলেন অর্ধশত রান।

যাদবের একটি রেকর্ড ঈর্ষা জাগানোর মতো। ছয় বলে ছয়টি ছয় মেরেছেন দু’টি ভিন্ন ম্যাচে। একটি ইনিংসে করেছিলেন ১৩০ রান, ৪৬ বলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন