দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং দেখে নেওয়া যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের চুলচেরা বিশ্লেষণ।
পুরো দল
ভারতীয় ব্রিগেড: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড, দীপক চাহার, অম্বাতি রায়াডু, রবিন উথাপ্পা, শিভম দুবে, রাজবর্ধন হাঙ্গারেকর, তুষার দেশপান্ডে, কেএম আসিফ, সি হরি নিশান্ত, জগগীশান এন, শুভ্রাংশু সেনাপতি, কে ভগত বর্মা, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিং, মুকেশ চৌধুরি।
বিদেশি ব্রিগেড: মইন আলি, ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা।
সাফল্যের খতিয়ান: মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল সিএসকে। মোট চারবার ট্রফি জয় ছাড়াও, পাঁচবারের রানার্সআপ দল মাহিরা। এই ঈর্ষণীয় সাফল্যই সিএসকের মূলধন।
শক্তি: বরাবরের মতোই মাহির মগজাস্ত্র চেন্নাইয়ের সবথেকে বড় শক্তি। সোনালী ইতিহাসে রাঙানো অধ্যায়ে জাদেজা, ব্র্যাভোদের অভিজ্ঞতা এক্স-ফ্যাক্টর। রুতুরাজের মতো তরুণ নিজেকে প্রমাণের জন্য মরিয়া থাকবে। জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স চেন্নাই এক্সপ্রেসের ইঞ্জিন। সেইসঙ্গে টিমগেম।
দুর্বলতা: অধিনায়ক ধোনি যেমন সিএসকের শক্তি, ঠিক তেমনই ব্যাটার মাহি দুর্বলতা। ফিনিশার ধোনি এখন বয়সের ভারে নিজের ছায়া মাত্র। রুতুরাজ ছাড়া ব্যাটিং লাইনআপে বড় নাম নেই বললেই চলে। মইন আলি ব্যাটে ভরসা দিলেও, ব্র্যাভো কিছুটা পড়ন্ত বেলায়। বোলিং ডিপার্টমেন্টও তথৈবচ। দীপক চাহার এবং অ্যাডাম মিলনে ছাড়া বিশেষজ্ঞ পেসারের অভাব। দলের চালিকা শক্তি এবার মূলত অলরাউন্ডারদের মধ্যেই লুকিয়ে। নিলামে ভালো মানের বিদেশি ও স্বদেশী ক্রিকেটার দলে না নেওয়ার অভাব অনুভব করতে পারে সিএসকে।
নজরে যাঁরা
মহেন্দ্র সিং ধোনি: শেষ দু’টি আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না মাহি। পুরনো ফিনিশার ধোনিকে আরও একবার দেখতে কিন্তু মুখিয়ে চেন্নাই সমর্থকরা।
রবীন্দ্র জাদেজা: নিঃসন্দেহে দলের হৃদপিন্ড। বলের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট নেওয়ার ক্ষেত্রে জাড্ডুর জুড়ি মেলা ভার। চেন্নাই সাফল্য অনেকটাই নির্ভর করবে জাদেজার পারফরম্যান্সের ওপর। নিজের দিনে বিশ্বের যে কোনও বোলারকে নিয়ে ছেলেখেলা করতে পারেন তিনি।
রুতুরাজ গায়কোয়াড: সামনেই বিশ্বকাপ। তার আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া রুতুরাজ। গতবার ওপেন করতে চেন্নাই ব্যাটিংকে বহু ম্যাচে একার হাতে টেনেছিলেন তিনি। এবারও তাঁর ভালো শুরুর ওপর দলের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে।
প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, দীপক চাহার, অ্যাডাম মিলনে/ক্রিস জর্ডন/মিচেল স্যান্টনার, ডোয়েন ব্র্যাভো।