IPL : হিউ এডমিডসের শারিরীক অবস্থা স্থিতিশীল 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মেগা নিলামের প্রথম দিনেই অঘটন। IPL হিউ এডমিডস হঠাৎ করে অসুস্থ হয়ে বিডিংয়ের সময় মাটিতে লুটিয়ে পড়েন। স্থগিত করা হয়েছে IPL…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মেগা নিলামের প্রথম দিনেই অঘটন। IPL হিউ এডমিডস হঠাৎ করে অসুস্থ হয়ে বিডিংয়ের সময় মাটিতে লুটিয়ে পড়েন। স্থগিত করা হয়েছে IPL প্রক্রিয়া।

Advertisements

জানা গিয়েছে,নিলামকারী হিউ এডমিডসকে মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে এই ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে ফের শুরু হয়েছে নিলাম পর্ব। চারু শর্মা বাকি প্রথম দিনের জন্য নিলামকারী হয়েছেন।

   

হিউ এডমিডসের শারিরীক অবস্থা এখন স্থিতিশীল। বেলা ৩.৩০ মিনিট থেকে আবার IPL নিলাম শুরু হবে, বেঙ্গালুরুতে। আগামীকাল অর্থাৎ রবিবারেও এই নিলাম প্রক্রিয়া চলবে।

ইতিমধ্যে,ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার জেসন হোল্ডার IPL নিলামের প্রথম দিনে সর্বোচ্চ বিড পেয়েছেন,৮.৭৫ কোটি লক্ষৌ সুপার জায়ান্টে। ১০ ফ্রাঞ্চাইজির টুর্নামেন্টে ৬০০ জন খেলোয়াড় এবং ২১৭ টি সম্ভাব্য স্লট দখলের জন্য বিডিং যুদ্ধে নেমেছে।

Advertisements