Igor Stimac: মোহনবাগান ফুটবলার মনভীর সম্পর্কে ‘বিস্ফোরক’ জাতীয় কোচ

আরও প্রশংসা পাওয়া উচিৎ। মাঠে যা খেলে আর তুলনায় প্রশংসা পায় খুব অল্প, সমালোচনা হয় বেশি। নিজের ছাত্র প্রসঙ্গে এমনটা বলেছেন ভারতের জাতীয় দলের কোচ…

Igor Stimac, Indian football coach, Manvir Singh

আরও প্রশংসা পাওয়া উচিৎ। মাঠে যা খেলে আর তুলনায় প্রশংসা পায় খুব অল্প, সমালোচনা হয় বেশি। নিজের ছাত্র প্রসঙ্গে এমনটা বলেছেন ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচ (Igor Stimac)।

অ্যাওয়ে ম্যাচে কুয়েতের বিরুদ্ধে গোল করে ম্যাচের নায়ক মনভীর সিং (Manvir Singh)। তার করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সালা। এরপর ম্যাচের নায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনা আরও বেশি হওয়ার অন্যতম কারণ ইগোর স্টিম্যাচ। তিনি মনভীরকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যেটা সবাই এক বাক্যে মেনে নিতে পারছেন না।

   

ভারতের জাতীয় দলের কোচ বলেছেন, “আমি এটুকু বলতে পারি মনভীর যে খেলাটা খেলে সেই অনুযায়ী ও প্রশংসা পায় না… ও ওর ক্লাবের হয়েও ধারাবাহিকভাবে খেলছে। গোল করছে, গোল করাচ্ছে। মাঠে ওর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ, সেট পিসের ক্ষেত্রেও মনভীরের ভূমিকা থাকছে।”

কুয়েতকে অ্যাওয়ে ম্যাচে হারানোর পর ভারতের সামনে এবার কাতার। এই ম্যাচ আরও কঠিন। কাতার তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে আট গোল দিয়েছে। ভারত বনাম কাতার ম্যাচ হবে ওড়িশায়। ভারতীয় স্কোয়াড ইতিমধ্যে ওড়িশায় এসে পৌঁছেছে। ম্যাচে নজর থাকবে মনভীর সিং এর দিকে।