IPL Auction 2024: নতুন মালিঙ্গা পেয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স!

nuwan thushara

আইপিএল ২০২৪-এর (IPL Auction 2024) নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এমন কিছু কেনাকাটা করেনি যা সবার মনোযোগ আকর্ষণ করবে। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি শ্রীলঙ্কার এক খেলোয়াড়কে কিনেছে, যাকে আরেক মালিঙ্গা বলা হচ্ছে। সম্প্রতি রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে লাসিথ মালিঙ্গাকেও দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কান পেসার নুয়ান তুশারাকে চুক্তিবদ্ধ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisements

তুশারার বোলিং স্টাইল অনেকটা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গার মতো, যিনি বহু বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। যে কারণে তার বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাকে দ্বিতীয় মালিঙ্গা হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে।

Advertisements

তুশারার বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে নেয় ৪.৮ কোটি টাকায়। দ্বিতীয় মালিঙ্গা নামে পরিচিত এই খেলোয়াড়ের নিজের দেশ শ্রীলঙ্কার হয়ে ৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৬ টি উইকেট তার নামের পাশে রয়েছে। এ ছাড়া ৭ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭ উইকেট নিয়েছেন তিনি। তার টি-টোয়েন্টি ইকোনমি ৭.৭। এই ফরম্যাটে তিনি তিনবার চার উইকেট এবং একবার পাঁচ উইকেট নিয়েছেন। তার ইয়র্কার বলগুলো মালিঙ্গার মতোই বিপজ্জনক বলে মনে করা হয়। আপনি এটি অপত্র দেওয়া এই ভিডিওতেও দেখতে পারেন।

এই নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তিন বিদেশি খেলোয়াড়ের ওপর বাজি ধরেছে। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজেকে ৫ কোটি, শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কাকে ৪.৬ কোটি ও তুশারাকে ৪.৮ কোটি টাকায় দলে নিয়েছে তারা। এ ছাড়া তিন ভারতীয় ক্রিকেটারকেও দলে নিয়েছে মুম্বাই। তাদের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শ্রেয়াস কম্বোজ, নমন ধীর ও অনশুল কম্বোজ।