IPL: নিলামে দল পাবেন না ২৫৬ ক্রিকেটার! কপাল পুড়বে ১৬৭ ভারতীয়র

Advertisements IPLআগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭তম নিলামের আসর। ফ্র্যাঞ্চাইজিগুলো এই নিলামের জন্য প্রস্তুত। একই সঙ্গে নিবন্ধিত খেলোয়াড়দের মোট…

Indian Premier League

Advertisements

IPLআগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭তম নিলামের আসর। ফ্র্যাঞ্চাইজিগুলো এই নিলামের জন্য প্রস্তুত। একই সঙ্গে নিবন্ধিত খেলোয়াড়দের মোট সংখ্যাও প্রকাশ করেছে আইপিএল কাউন্সিল। আসন্ন নিলামের জন্য মোট ৩৩৩ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। ২১৪ জন ভারতীয়, ১১৯ জন বিদেশী খেলোয়াড়, যার মধ্যে দু’জন সহযোগী দেশের। ১১৬ জন ক্যাপড খেলোয়াড় রয়েছেন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ২১৭ জন আনক্যাপড খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়।

Advertisements

আসন্ন নিলামে মাত্র ৭৭ জন খেলোয়াড়ের জন্য স্লট খালি রয়েছে। অর্থাৎ নিলামে শুধু এতগুলো খেলোয়াড়ই দল পাবেন। এর মধ্যে ৩০ জন বিদেশি ও ৪৭ জন ভারতীয় খেলোয়াড়কে বিড দেওয়া হবে। অর্থাৎ এটি যদি মোট ৩৩৩ থেকে কমিয়ে আনা হয়, তাহলে ২৫৬ জন খেলোয়াড় দল পাবেন না। একই সঙ্গে এই ২৫৬ জনের মধ্যে ১৬০ জনেরও বেশি ভারতীয় খেলোয়াড় থাকবেন যারা অবিক্রিতদের তালিকায় থাকবেন। ২১৪ জন ভারতীয় খেলোয়াড় নিবন্ধন করেছেন নিলামের জন্য। অংক অনুযায়ী সেখান মাত্র ৪৭ জন দল যাবেন। অর্থাৎ ১৬৭ জন ভারতীয় খেলোয়াড়কে হয়তো কোনো দল নেবে না।

নিলামে কোন দেশ থেকে কতজন খেলোয়াড়?
ভারত- ২১৪
ইংল্যান্ড – ২৫
অস্ট্রেলিয়া – ২১
দক্ষিণ আফ্রিকা – ১৮
ওয়েস্ট ইন্ডিজ – ১৬
নিউজিল্যান্ড – ১৪
আফগানিস্তান- ১০
শ্রীলঙ্কা – ৮
বাংলাদেশ- ৩
জিম্বাবুয়ে – ২
নামিবিয়া-১
নেদারল্যান্ডস-১

আসন্ন নিলামে ২ কোটি বেস প্রাইসের সর্বোচ্চ ব্র্যাকেট থাকবে। এতে মোট ২৩ জন খেলোয়াড় থাকবেন। ১৩ জন খেলোয়াড়ের ভিত্তি মূল্য হবে দেড় কোটি টাকা। ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় তহবিল নিয়ে নিলামে নামবে গুজরাট টাইটানস। অন্যদিকে কেকেআরের সবচেয়ে বেশি ১২টি স্লট খালি রয়েছে। এতে চারজন বিদেশি খেলোয়াড় থাকতে পারে।