
ভারতীয় ক্রিকেটের (IPL 2026) একসময়ের সুপারস্টার প্রতিভা পৃথ্বী শ ব্যাটিং একসময় ভবিষ্যতের বড় তারকার ইঙ্গিত দিয়েছিল। ২০২৫ সালের মেগা নিলামে অবিক্রীত থেকে যাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি’। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের বিষয়টিকে ‘লজ্জাজনক মুহূর্ত’ বলেও আখ্যা দিয়েছিলেন।
কিন্তু ২০২৬ সালে ছবি বদলেছে। এখন তিনি মহারাষ্ট্রের হয়ে খেলছেন, নেতৃত্বও দিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফির ছয় ম্যাচে। রঞ্জিতে প্রথমার্ধে ৪৭০ রান, গড়ে ৬৭.১৪ মধ্যে জোড়া সেঞ্চারির পাশাপাশি আছে একটি দ্রুত গতির ডাবল সেঞ্চুরি। ২৩ বলে অর্ধশতরান করে তিনি জানান দিয়েছেন পুরোনো আগ্রাসন ফিরছে।
এখন যখন আইপিএল ২০২৬ মিনি নিলাম ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসতে চলেছে, তখন পৃথ্বী শ’ আবার রেজিস্ট্রেশন করেছেন এবং সীমিত ভারতীয় টপ-অর্ডার অপশন থাকা অবস্থায় তিনি ‘ডার্ক হর্স’ হয়ে উঠতে পারেন।
নিচে দেখে নিন কোন তিনটি দল পৃথ্বী শ’কে দলে নেওয়ার জন্য এগিয়ে আসতে পারে:
১. মুম্বই ইন্ডিয়ান্স (MI)
রিটেইনড: ১৭ | রিলিজড: ৯ | অবশিষ্ট পার্স: ২.৭৫ কোটি | স্লট: ৫ (১ বিদেশি)
গত নিলামে শ’ অবিক্রীত থাকায় এবারের মিনি নিলামেও প্রথম দফায় হয়তো কোনো ফ্র্যাঞ্চাইজি হাত তুলবে না। ঠিক এখানেই সুযোগ তৈরি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। হাতে মাত্র ২.৭৫ কোটি, তাই বেস প্রাইসের কাছাকাছি একজন ভারতীয় ওপেনার MI-র জন্য আদর্শ হতে পারে—এবং পৃথ্বী সেই প্রোফাইলেই পড়ে।
তাছাড়া, পৃথ্বী শ’ মুম্বাইয়ের খেলোয়াড়, ওয়াংখেড়ের লাল মাটির বাউন্স ও পেস তিনি মুখস্থ জানেন। বর্তমানে রোহিত শর্মা–রায়ান রিকেলটন ওপেনিং জুটি থাকলেও কোনো নির্দিষ্ট ব্যাকআপ নেই। পৃথ্বী সেই শূন্যস্থান দারুণভাবে পুরণ করতে পারেন। এছাড়া সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, রোহিত—মুম্বাইকারদের সঙ্গেও তার রসায়ন দলের পক্ষে বাড়তি সুবিধা দেবে।
২. কলকাতা নাইট রাইডার্স (KKR)
রিটেইনড: ১২ | রিলিজড: ১০ | অবশিষ্ট পার্স: ৬৪.৩ কোটি | স্লট: ১৩ (৬ বিদেশি)
সবচেয়ে মোটা পার্স নিয়ে ২০২৬ নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। দলে আপাতত শুধুই অজিঙ্কা রাহানে একজন বিশেষজ্ঞ ভারতীয় ওপেনার। তাই পৃথ্বী শ’কে চমক হিসেবেই দলে নেওয়ার বড় সম্ভাবনা রয়েছে।
সুনীল নারিনকে ওপেনার হিসেবে ব্যবহার করার অপশন থাকলেও KKR আরও কয়েকজন পরিচ্ছন্ন ভারতীয় ব্যাটার চাইবে। এশিয়ান উইকেট, ছোট বাউন্ডারি—ইডেন গার্ডেনে পৃথ্বী’র শট প্লে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।
৩. লখনউ সুপার জায়ান্টস (LSG)
রিটেইনড: ১৭ | রিলিজড: ৮ | অবশিষ্ট পার্স: ২২.৯৫ কোটি | স্লট: ৬ (৪ বিদেশি)
গত সিজনে লখনউর টপ অর্ডার আইডেন মার্কম, মিচেল মার্শ, নিকোলাস পুরান—ব্যক্তিগতভাবে দারুণ খেললেও দল প্লে-অফে উঠতে পারেনি। তিন বিদেশি ব্যাটারই দলের অর্ধেক রান করেছিল, যা টিম কম্বিনেশনের পক্ষে ঝুঁকিপূর্ণ।
আগামী মরশুমে প্রতিপক্ষরা এই ত্রয়ীর বিরুদ্ধে বাড়তি পরিকল্পনা নিয়ে নামবে। তাই একজন আক্রমণাত্মক ভারতীয় ব্যাকআপ ওপেনার প্রয়োজন পড়বে লখনউয়ের। সেই ভূমিকায় পৃথ্বী শ’ নিখুঁতভাবে মানানসই।
ঋষভ পন্থের আক্রমণাত্মক ক্রিকেট দর্শনের সঙ্গে পৃথ্বীর ব্যাটিং মেলে যায়। মজার বিষয়, গত মরশুমেও LSG তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। এবার নতুন করে দর হাঁকতে তারা পিছপা হওয়ার কথা নয়।










