
আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুম শুরুর আগেই নতুন বিতর্কের কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কেকেআর। আইপিএলের ইতিহাসে কোনও বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটি সর্বোচ্চ মূল্য। কিন্তু এই চুক্তি ক্রিকেটীয় আলোচনার চেয়ে বেশি রাজনৈতিক ও সামাজিক বিতর্ক উসকে দিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের একাংশে ক্ষোভ তৈরি হয়েছে। সেই আবহেই কয়েকজন রাজনৈতিক নেতা দাবি তুলেছেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। এই বিতর্কে সরাসরি টেনে আনা হয়েছে KKR এবং দলের কর্ণধার শাহরুখ খানকে।
শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সংবাদসংস্থা ANI-কে দেওয়া বক্তব্যে শাহরুখ খানকে কার্যত ‘সতর্ক’ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোনও নাগরিকের সঙ্গে যুক্ত থাকলেও ক্ষোভের লক্ষ্যবস্তু হতে পারেন যে কেউ। তাঁর দাবি, “যখন গোটা ভারত বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ, তখন শাহরুখ খানের দলে কোনও বাংলাদেশি থাকলে তিনি বড় লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারেন। আমরা অনুরোধ করছি, নিজের ভালোর জন্য এবং ভারতের স্বার্থে ওই খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হোক।”
এই বিতর্কে আরও কড়া অবস্থান নিয়েছেন শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি। ANI-কে তিনি বলেন, “ভারতের মাটিতে আইপিএলে পাকিস্তানি ও বাংলাদেশি খেলোয়াড়দের খেলতে দেওয়া উচিত নয়। যদি এত বিতর্কের পরও মুস্তাফিজুরকে KKR থেকে বাদ না দেওয়া হয়, তা হলে প্রমাণ হবে শাহরুখ খান দেশের জনমতের গুরুত্ব বোঝেন না।”
তবে ক্রিকেট মহলের একাংশ মনে করছে, আইপিএল একটি ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে খেলোয়াড়দের নির্বাচন হওয়া উচিত পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতে, রাজনৈতিক টানাপোড়েনের ভিত্তিতে নয়। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বৈচিত্র্যময় কাটার ও ডেথ ওভারের দক্ষতার জন্য পরিচিত, আর সেই কারণেই তাঁকে বড় অঙ্কে দলে নিয়েছে KKR। এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের।
এই মুহূর্তে KKR কর্তৃপক্ষ বা শাহরুখ খানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্রিকেটের ময়দান কি রাজনীতির চাপ সামলাতে পারবে, নাকি মাঠের বাইরের বিতর্কই নির্ধারণ করবে মুস্তাফিজুর রহমানের আইপিএল ভবিষ্যৎ?










