
ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স (IPL 2026) দিয়েই যে বড় মঞ্চে জায়গা তৈরি হয়, তা আবারও প্রমাণ করল চেন্নাই সুপার কিংসের (CSK) উপেক্ষিত অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ। বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ মরশুমে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে IPL ফ্র্যাঞ্চাইজির আস্থার পূর্ণ মর্যাদা দিলেন মহারাষ্ট্রের এই ২৮ বছর বয়সী ক্রিকেটার।
আইপিএল এ বাংলাদেশ বয়কটের ডাকে প্রতিবাদ শিবসেনার
২০২৫ সালের আইপিএল মেগা নিলামে মাত্র ৩০ লাখ টাকায় রামকৃষ্ণ ঘোষকে দলে নিয়েছিল চেন্নাই । যদিও গত মরশুমে তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবু ২০২৬ আইপিএলের জন্য তাঁকে রিটেন করেছে চেন্নাই শিবির। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের উপর বরাবরই আস্থা রাখে CSK, রামকৃষ্ণ ঘোষ সেই নীতিরই আরেক উদাহরণ।
বিজয় হাজারেতে রেকর্ড গড়া বোলিং
বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলতে নেমে কার্যত একাই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন রামকৃষ্ণ ঘোষ। মাত্র ৯.৪ ওভার বোলিং করে ৪২ রান খরচায় তুলে নেন ৭টি গুরুত্বপূর্ণ উইকেট। এটি বিজয় হাজারে ট্রফির ইতিহাসে মহারাষ্ট্রের কোনও বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।
এর আগে এই রেকর্ড ছিল ডোমিনিক মুথুস্বামীর দখলে, যিনি ২০১৪ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন। রামকৃষ্ণের আগুনে স্পেলে হিমাচল প্রদেশের টপ অর্ডার কার্যত ভেঙে পড়ে। প্রথম চার ব্যাটসম্যানই ফিরে যান তাঁর বলে। শেষ পর্যন্ত ৫০ ওভার পূর্ণ করার আগেই ২৭০ রানে অলআউট হয়ে যায় হিমাচল।
এই পারফরম্যান্সের সুবাদে বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এক ম্যাচে ৭ বেশি উইকেট নেওয়া বোলারদের বিশেষ তালিকায় জায়গা করে নিলেন রামকৃষ্ণ ঘোষ। উল্লেখ্য, এই তালিকায় সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে এখনও শীর্ষে রয়েছেন শাহবাজ নাদিম ও অর্পিত গুলেরিয়া।
অলরাউন্ড দক্ষতার পরিচয়
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের ভরসা রামকৃষ্ণ ঘোষ। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাঞ্জাবের বিরুদ্ধে খেলেন ঝকঝকে ৭৩ রানের ইনিংস। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ইতিমধ্যেই দু’টি অর্ধশতরান, তাঁর ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেয়।
যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৪৫ রান। তবু ঘরোয়া ওয়ানডে ও লাল বলের ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটমহলের।
নজর IPL দিকে
বিজয় হাজারে ট্রফিতে এই ঐতিহাসিক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় রামকৃষ্ণ ঘোষ। IPL ২০২৬ আগে তাঁর এই ফর্ম চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাতে পারে। সুযোগ পেলে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার যে সামর্থ্য তাঁর রয়েছে, তা যেন বারবারই জানিয়ে দিচ্ছেন এই মহারাষ্ট্র অলরাউন্ডার।










