
আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026) আবু ধাবিতে বসে জমজমাট। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো কলকাতা নাইট রাইডার্সও (KKR) নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে জোরকদমে। মোট ১৩ জন ক্রিকেটারকে দলে টেনেছে শাহরুখ খানের দল। একদিকে যেখানে মোটা অঙ্কে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনে শিরোনামে কেকেআর, ঠিক সেখানেই আলো কেড়েছে আরও এক নাম। তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্সের পাশাপাশি পিতৃপরিচয়ের কারণেও।
ঘোষণা হল টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল! বাদ পড়লেন ষ্টার ব্যাটার
এবার কেকেআরের জার্সিতে দেখা যাবে তরুণ ক্রিকেটার সার্থক রঞ্জন যাদবকে। ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট রাইডার্স। সার্থকের বাবা রাজেশ রঞ্জন, যিনি দেশজুড়ে পরিচিত পাপ্পু যাদব নামে। তিনি একজন নির্দল সাংসদ এবং রাজনীতির ময়দানে দীর্ঘদিনের পরিচিত মুখ। ছেলের আইপিএল যাত্রা তাই স্বাভাবিকভাবেই বাড়তি কৌতূহল তৈরি করেছে।
ক্রিকেটে সার্থকের পরিচিতি কিন্তু নিজের পারফরম্যান্সেই। দিল্লিতে ক্রিকেট শিক্ষা, তারপর দিল্লি প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো রানের সুবাদে নির্বাচকদের নজরে আসা। ২২ গজে ব্যাট হাতে তাঁর আগ্রাসী খেলাই খুলে দিয়েছে আইপিএলের দরজা। কেকেআরের স্কাউটিং টিম তাঁর প্রতিভায় ভরসা রেখেই নিলামে বাজি ধরেছে।
ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত পাপ্পু যাদব। তিনি বলেন, “বাধাই হো বেটু! জমিয়ে খেলো আর নিজের প্রতিভার দমে নিজের পরিচিতি তৈরি করো। নিজের ইচ্ছা পূরণ করো।” রাজনীতির মঞ্চে পরিচিত বাবার ছায়া ছাপিয়ে ক্রিকেটের মাঠে নিজের নামটাই প্রতিষ্ঠা করতে চান সার্থক, এমন বার্তাই স্পষ্ট তাঁর কথায়।
আইপিএলের মতো মেগা মঞ্চে সুযোগ পাওয়া সহজ নয়। সেখানে জায়গা করে নেওয়া মানেই প্রতিভার স্বীকৃতি। এখন দেখার, কেকেআরের জার্সিতে কতটা উজ্জ্বল হয়ে ওঠেন সার্থক যাদব। রাজনীতির পরিচয়ের বাইরে, ব্যাট-বলে নিজের আলাদা গল্প লেখাই যে তাঁর আসল লক্ষ্য—সেটাই আপাতত ক্রিকেটপ্রেমীদের নজর।










