লড়াই করেও ব্যর্থ গুজরাট, ট্রফির সন্ধানে পঞ্জাবের মুখোমুখি মুম্বই

IPL 2025 MI beat GT

মুল্লানপুরের মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৫ ( IPL 2025) এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে (GT) ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই জয়ে মুম্বই এখন পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ মুখোমুখি হবে, যেখানে জয়ীরা পাবে ফাইনালের টিকিট।

প্রথম ইনিংস: রোহিত শর্মার দুরন্ত ইনিংসে বিশাল রান

   

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা প্রমাণ করে দিলেন দলের ব্যাটাররা। মুম্বই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান।

এই স্কোরের মূল স্থপতি ছিলেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। তাকে দু’বার জীবনদান দেয় গুজরাটের ফিল্ডাররা, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে রোহিত খেলেন ৫০ বলে ৮১ রানের এক ঝলমলে ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়।

রোহিতের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলেন জনি বেয়ারস্টো, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাদের ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলো মুম্বইকে এনে দেয় এক শক্ত ভিত্তি।

গুজরাটের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই কিশোর ২টি করে উইকেট পেলেও মুম্বই ব্যাটারদের রানের গতি কমিয়ে রাখতে পারেননি।

দ্বিতীয় ইনিংস: সাই সুদর্শনের লড়াই, কিন্তু পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় হার

২২৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল। অধিনায়ক শুভমন গিল প্রথম ওভারেই আউট হয়ে ফিরে যান। এরপর কুশল মেন্ডিস দুর্ভাগ্যজনকভাবে ‘হিট উইকেট’ হয়ে আউট হন, যা চাপ আরও বাড়িয়ে তোলে।

তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান তরুণ ব্যাটার সাই সুদর্শন। তিনি ৪৯ বলে ৮০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন, যাতে ছিল ৮টি চার ও ৩টি ছয়। কিন্তু দুর্ভাগ্যবশত, অন্য প্রান্ত থেকে তিনি উপযুক্ত সাপোর্ট পাননি।

শেষ দিকে রাহুল তেওটিয়া ও শাহরুখ খান চেষ্টা করলেও লক্ষ্য অনেক দূরে ছিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৪ রান, কিন্তু ট্রেন্ট বোল্টের কড়া বোলিংয়ে সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি গুজরাট। শেষ পর্যন্ত ২০ ওভারে গুজরাট থামে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানে। ২০ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত:

  • রোহিত শর্মার ৮১(৫০) রানের ইনিংস

  • মুম্বইয়ের ইনিংস শেষে ২২৮/৫ স্কোর

  • গিল ও মেন্ডিসের দ্রুত আউট হওয়া

  • সাই সুদর্শনের ৮০ রানের লড়াকু ইনিংস

  • ট্রেন্ট বোল্টের গুরুত্বপূর্ণ দুটি উইকেট

এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেছে কোয়ালিফায়ার ২, যেখানে তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। ম্যাচটি হবে ফাইনালে ওঠার শেষ সুযোগ এবং সেখানে জয়ী দলই জায়গা করে নেবে আইপিএল ২০২৫-এর মহারণে।

মুম্বইয়ের এই জয়ে আবারও প্রমাণ হল, অভিজ্ঞতা ও ধৈর্য মিলে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়। এখন দেখার বিষয়, রোহিত, হার্দিকদের দল কতদূর যেতে পারে এই মরসুমে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleটাকায় চেয়ার! পুরনো নোট নিয়ে RBI-র অভিনব পদক্ষেপ
Next articleরাজনীতির আগে দেশ, সুর চড়ালেন অভিষেক
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।