২২ মার্চ, ২০২৫ অর্থাৎ শনিবার কলকাতার আকাশে সকাল থেকেই কালো মেঘের আনাগোনা। বৃষ্টির পূর্বাভাসে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। আইপিএল ২০২৫ (IPL 2025) উদ্বোধনী ম্যাচে আজ কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) । গতকাল শুক্রবার বৃষ্টির জন্য উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া এবং দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছিল। আজও আবহাওয়া খুব একটা সুবিধার নয়। তবে হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। এই খবরেই আশার আলো দেখছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
KKR বিপক্ষে জ্বলে উঠবেন কিং কোহলি সহ এই চার ক্রিকেটার!
ইডেনে আজ শুধু ম্যাচ নয়, রয়েছে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৬টা থেকে শুরু হবে এই আয়োজন। শাহরুখ খান (Shah Rukh Khan), শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ আউজলার মতো তারকারা মঞ্চ মাতাবেন। এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হল দর্শকদের জন্য রিস্ট ব্যান্ড এবং চশমা। এগুলো মিউজিকের তালে তালে জ্বলে উঠবে, যা দর্শকদের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
IPL ২০২৫ প্রথম ম্যাচে নাইটদের ব্যাটিং অর্ডারে বিশেষ চমক!
সন্ধে ৬টা ৫ মিনিটে ‘বাম্প ইন’ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৬টা ১০ মিনিটে দেখানো হবে আইপিএলের কাউন্টডাউন ভিডিও। এরপর ৬টা ১১ মিনিটে শাহরুখ খানের মোনোলগের মাধ্যমে আইপিএল ১৮-এর মেগা সেলিব্রেশন শুরু হবে। ৬টা ১৩ মিনিটে শ্রেয়া ঘোষালের ইন্ট্রো ভিডিওর পর তাঁর লাইভ পারফরম্যান্স মঞ্চে আসবে। ৬টা ৩০ মিনিটে দিশা পাটানি তাঁর নাচ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন। এরপর ৬টা ৩৪ মিনিটে করণ আউজলার গানের সঙ্গে ফের মঞ্চে ফিরবেন দিশা। ৬টা ৪২ মিনিটে অ্যানারমফিক প্রজেকশনের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী হবে।
৬টা ৪৪ মিনিটে শাহরুখ খান মূল মঞ্চে ফিরে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন। তিনি কেকেআর এবং আরসিবির খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় মাতবেন। ৬টা ৫৩ মিনিটে দুই দলের অধিনায়ক মঞ্চে আসবেন। শাহরুখ তাঁদের সঙ্গে কথা বলবেন, কাটা হবে আইপিএল ১৮এর বিশেষ কেক। এরপর বেলুন ওড়ানো এবং ড্রোন শো দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে। ৬টা ৫৯ মিনিটে আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
IPL বোধনে KKR বনাম RCB ম্যাচে ফিরছে পুরনো স্মৃতি, উচ্ছ্বসিত নাইট ভক্তরা
২০০৮ সালে বেঙ্গালুরুতে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। এবার ২২ মার্চে ইডেনে এই দুই দলের লড়াই নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে বৃষ্টি নিয়ে উৎকণ্ঠা থেকেই গেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু টানা বৃষ্টি না হলে ম্যাচ এবং অনুষ্ঠান ব্যাহত হবে না বলে আশা করা যায়।
কলকাতার মানুষ এই ম্যাচের জন্য উদগ্রীব। শাহরুখ খানের উপস্থিতি এবং তারকাদের পারফরম্যান্স এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে। ইডেনে দর্শকরা শুধু ক্রিকেট নয়, একটি অসাধারণ উৎসবের সাক্ষী হতে চলেছেন। বৃষ্টি যদি বাধা না দেয়, তবে এই সন্ধ্যা কলকাতার ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
সুনীল ছেত্রীকে নিয়ে সাহসী বার্তা বাংলাদেশ অধিনায়কের
KING OF INDIAN CINEMA HAS ARRIVED…!!!
– SRK met all the KKR players ahead of the IPL 2025 💜 pic.twitter.com/8D9HapMJyZ
— Johns. (@CricCrazyJohns) March 22, 2025