কলকাতার শুকনো আবহাওয়ায় প্রাক্তন নেতার বিরুদ্ধে প্রতিশোধের আগুনে নাইট বাহিনী

ipl-2025-kkr-vs-pbks-match-pitch-report-weather-live-score-streaming

শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS) তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে। গত বছর শ্রেয়াসের নেতৃত্বে তৃতীয় আইপিএল শিরোপা জয় করেছিল। তবে কেকেআর তাদের ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। কেকেআরের সামনে এখনও ৬টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ৫টিতে জিততে হবে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে। অন্যদিকে, পাঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। এই ম্যাচে জয় তাদের চতুর্থ স্থানে উঠিয়ে আনতে পারে।

Advertisements

আবহাওয়ার পূর্বাভাস
শনিবার কলকাতার আবহাওয়া ‘আনন্দের শহর’-এর জন্য খুব একটা সুখকর হবে না। সকাল ও দুপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে ম্যাচ শুরুর সময়, অর্থাৎ সন্ধ্যা ৭:৩০ নাগাদ, তাপমাত্রা ৩০ ডিগ্রিতে নেমে আসবে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে এবং হালকা বাতাস বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তাই পূর্ণাঙ্গ ম্যাচের আশা করা যায়। 

   

সিএসকে-কে হারিয়ে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ

পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সের পিচ এই ম্যাচেও সবার নজরে থাকবে। কেকেআর প্রকাশ্যে জানিয়েছে, তারা এমন পিচ চায় যা তাদের স্পিনারদের সাহায্য করবে। সম্প্রতি গুজরাট টাইটান্সের বিপক্ষে এখানে খেলা ম্যাচে পিচ দুই ইনিংসে ভিন্নভাবে আচরণ করেছিল। প্রথম ইনিংসে কেকেআরের স্পিনাররা পিচ থেকে খুব একটা সুবিধা পাননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে গুজরাটের স্পিনাররা বিশেষ করে সাই কিশোর এবং রশিদ খান দুর্দান্ত বোলিং করে কেকেআরের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করেছিল। শনিবার যদি পিচ ধীরগতির হয়, তবে পাঞ্জাবের স্পিনার ইয়ুজভেন্দ্র চাহালের কাছ থেকে বড় প্রভাব আশা করা যায়। কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ম্যাচের সময়সূচি ও সম্প্রচার
কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS) ম্যাচটি ২৬ এপ্রিল, শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। টস হবে সন্ধ্যা ৭:০০ টায়, এবং ম্যাচ শুরু হবে ৭:৩০ টায়। এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া, ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে।

দুই দলের স্কোয়াড
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, অঙ্গকৃষ রঘুবংশী, মনীষ পাণ্ডে, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লুভনীত সিসোদিয়া, কুইন্টন ডি কক, অ্যানরিচ নর্টজে, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, মায়াঙ্ক মারকান্ডে। 

গরমে ক্লান্ত রাজ্য, কবে থেকে বদল আসবে আবহাওয়ায়?

পাঞ্জাব কিংস: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, জাভিয়ের বার্টলেট, অর্শদীপ সিং, ইয়ুজভেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার, বিজয়কুমার ভায়শাক, প্রবীণ দুবে, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যাংশ শেডগে, যশ ঠাকুর, অ্যারন হার্ডি, আজমতুল্লাহ ওমরজাই, কুলদীপ সেন, হরনূর সিং, বিষ্ণু বিনোদ, মুশির খান, পাইলা অবিনাশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements