ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) শুরুতেই লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) স্পিনার দিগ্বেশ রাঠি যেন নিজের জন্যই বিপদ ডেকে আনছেন। তার ‘নোটবুক সেলিব্রেশন’ এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে এই উদযাপনের জন্য জরিমানা গুনতে হয়েছিল তাঁকে। শিক্ষা না নিয়ে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একই কাণ্ড করায় দ্বিগুণ শাস্তির মুখে পড়লেন তিনি। এদিকে, মন্থর ওভার রেটের জন্য লখনউ অধিনায়ক ঋষভ পন্থকেও ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের এই কঠোর সিদ্ধান্তে দলটির উপর চাপ আরও বেড়েছে।
দিগ্বেশের ‘নোটবুক সেলিব্রেশন’ বিতর্ক
পঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে আউট করে দিগ্বেশ প্রথমবার ‘নোটবুক সেলিব্রেশন’ করেছিলেন। এই উদযাপনে তিনি কল্পনায় একটি নোটবুকে কিছু লেখার ভঙ্গি করেন, যা ক্রিকেটবিশ্বে বেশ পরিচিত। কিন্তু এটি আইপিএলের আদর্শ আচরণ বিধির (কোড অফ কন্ডাক্ট) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ৩০ লক্ষ টাকার এই স্পিনারকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা গুনতে হয়েছিল। এই ঘটনায় তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়।

কিন্তু দিগ্বেশ শিক্ষা নিলেন না। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নমন ধীরকে আউট করার পর ফের একই উদযাপন করতে দেখা গেল তাঁকে। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেওয়া এই রহস্য স্পিনারের এই আচরণ মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির চোখ এড়ায়নি। এবার তিনি আইপিএলের লেভেল ১ বিধি ভঙ্গের অপরাধে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন। এর ফলে তাঁকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা দিতে হবে। দুই ম্যাচ মিলিয়ে তাঁর জরিমানার পরিমাণ দাঁড়াল ৫ লক্ষ ৬২ হাজার টাকা। এছাড়া, টানা দুই ম্যাচে একই অপরাধের জন্য তাঁর নামে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তৃতীয়বার এমন কাণ্ড করলে তাঁকে এক ম্যাচের জন্য নিলম্বনের শাস্তি পেতে হতে পারে।
পন্থের উপরও শাস্তির ছায়া
দিগ্বেশের পাশাপাশি শুক্রবার শাস্তি পেয়েছেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থও। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে লখনউ এক ওভার কম বল করতে পারে। এই মন্থর ওভার রেটের জন্য পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি শ্রীনাথ। এটি চলতি আইপিএলে লখনউয়ের প্রথম এমন অপরাধ। তবে ম্যাচে ১২ রানে জয় পেয়েছে পন্থের দল। দিগ্বেশের আঁটসাঁট বোলিং এবং নমন ধীরের গুরুত্বপূর্ণ উইকেট জয়ে বড় ভূমিকা রেখেছে।
দিগ্বেশের প্রতিক্রিয়া ও অনুপ্রেরণা
ম্যাচের পর দিগ্বেশ জানিয়েছেন, তিনি কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিনের থেকে অনুপ্রাণিত। তিনি বলেছেন, “নারাইনকে প্রথম দেখে বোলিংয়ের প্রতি আমার আগ্রহ বেড়েছে। তাঁর মতো আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটারদের আক্রমণ করতে ভালোবাসি। চাপের মুখেও তিনি শান্ত থাকেন, সেটা আমি রপ্ত করতে চাই। আমার বোলিংয়ে আমি খুশি, সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করি।” তার বল করার ধরনে নারিনের ছায়া স্পষ্ট। তবে এই উদযাপন বিতর্কে তিনি এখন শিরোনামে।
পন্থের প্রশংসা
লখনউ অধিনায়ক পন্থ দিগ্বেশের প্রশংসা করে বলেছেন, “দিগ্বেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে এবং চাপে লক্ষ্যে অটল থাকে। তরুণদের আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করতে দেখলে ভালো লাগে।” তবে দিগ্বেশের বারবার বিধি ভঙ্গ দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।