আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর আগে রাজস্থান রয়্যালস বড় সিদ্ধান্ত নিয়ে দলে এক স্পিনারকে যুক্ত করেহে। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার নামী লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অ্যাডামের জায়গায় অন্য এক ক্রিকেটারকে দলে নিয়ে রাজস্থান রয়্যালস।
মুম্বাইয়ের তনুশ কোটিয়ানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। ২৫ বছর বয়সী এই বোলার রঞ্জি ট্রফির এবারের মরসুমে ১০ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। মুম্বাইকে ৪২তম বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতার পিছনে তনুশের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিদর্ভের বিপক্ষে প্রথম ইনিংসে তিন উইকেট ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি। পুরো মরসুম জুড়ে ধারাবাহিক ভালো পারফর্ম করা খেলোয়াড়কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সম্মান দেওয়া হয়েছিল।
গত বছর অনুষ্ঠিত আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পাকে দেড় কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল। তবে চলতি মরসুমে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। গত বছর রাজস্থানের হয়ে ছয়টি ম্যাচ খেলে আট উইকেট নিয়েছিলেন জাম্পা।
Tanush Kotian replaced Adam Zampa in the Rajasthan Royals Team.
Tanush Kotian had an impressive season in the Ranji Trophy & he delivered with both bat and bowl for Mumbai.
Chances are less that he will get the game,but he is the good back up for Ashwinpic.twitter.com/2jUZWgfFi7
— Sujeet Suman (@sujeetsuman1991) March 22, 2024
অন্য দিকে আইপিএল ২০২৪-এর নিলামে অবিক্রীত ছিলেন তনুশ কোটিয়ান। এর কারণ ছিল তাঁর বোলিং অ্যাকশন যা সন্দেহজনক বলে মনে করা হয়েছিল। এ কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁকে তাদের স্কোয়াডের অংশ করতে খুব একটা আগ্রহ দেখায়নি। এখন সেই সন্দেহ অনেকটা দূর হয়েছে। রঞ্জি ট্রফিতে বল করেছেন ও উইকেট নিয়েছেন বিতর্কহীনভাবে।