আইপিএল ২০২৪-এর (IPL 2024) ২৪তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans )। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৯৬ রান তুলেছিল, জবাবে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।
জয় পাওয়ার জন্য গুজরাটের শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। সেই কাজ নিখুঁতভাবে করেন রশিদ খান। শেষ বলে চার মেরে গুজরাটকে এনে দেন জয়। আবেশ খান রাজস্থানের হয়ে শেষ ওভার বল করেছিলেন। কিন্তু তিনি রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খানকে থামাতে পারেননি।
এদিন গুজরাটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক শুভমান গিলের। ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে শেষ ওভারে রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান দুর্দান্ত ব্যাট করে গুজরাটের জয় নিশ্চিত করেন। ম্যাচ হাতছাড়া করার জন্য আফসোস করবেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা।
WHAT. A. WIN 🔥🔥
The pair of R & R has done it against #RR 👏👏
Rahul Tewatia & Rashid Khan pull off a famous win in Jaipur 👏👏
Scorecard ▶️ https://t.co/1HcL9A97Ch#TATAIPL | #RRvGT pic.twitter.com/eImggsoNKB
— IndianPremierLeague (@IPL) April 10, 2024
রাজস্থান রয়্যালসের হয়ে রিয়ান পরাগ ও অধিনায়ক সঞ্জু স্যামসন ভালো ব্যাটিং করেন। ৩৮ বলে অপরাজিত ৬৮ রান করেন সঞ্জু স্যামসন। ২টি ছক্কা সহ মোট ৯টি বাউন্ডারি আসে স্যামসনের ব্যাট থেকে। পরাগ এদিনও করেছেন বড় রান। ৪৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন তিনটি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি। গুজরাটের বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট নেন।