আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পরাজিত করল গুজরাট টাইটানস (Gujarat Titans)। আইপিএলে (IPL 2024) পুরনো দলের অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারলেন না হার্দিক পান্ডিয়া। মাত্র ৬ রানের ব্যবধানে ঘরের মাঠে ম্যাচ জিতে নিল শুভমন গিলের গুজরাট টাইটানস।
আহমেদাবাদের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক বলে পরিচিত। মনে করা হয়েছিল এদিনও হবে বড় রানের ম্যাচ। সেই সঙ্গে ক্রিকেট প্রেমীদের নজরে ছিলেন তিন ক্রিকেটার। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও শুভমন গিল। হার্দিক গুজরাট থেকে ফিরেছেন মুম্বাইয়ে। রোহিত শর্মার জায়গায় হয়েছেন ক্যাপ্টেন। আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিত এখন শুধুই দলের একজন ব্যাটসম্যান। আর গিলকে তৈরি থাকতে হচ্ছে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য। এই তিনজনের মধ্যে কেবল রোহিত করলেন নিজের নামের প্রতি সুবিচার।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান করতে পেরেছিল গুজরাট টাইটানস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিরিখে এই রান একেবারেই অজেয় নয়। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স দলে একাধিক বিস্ফোরক ব্যাটসম্যান। সাই সুদর্শন খেললেন ৩৯ বলে ৪৫ রানের ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিন উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ।
মুম্বাইয়ের হয়ে ইনিংসের শুরুটা ভালো করলেন রোহিত শর্মা। ২৯ বলে খেললেন ৪৩ রানের ইনিংস। এছাড়া ব্রেভিস ৩৮ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন। এই দুজন ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর কেউ বড় রান করতে পারেননি। হার্দিক আউট হয়েছেন ৪ বলে ১১ রান করে। গুজরাটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অমরজাই, উমেশ যাদব, স্পনসর জনসন ও মোহিত শর্মা। গুজরাটের ১৬৮ রানের জবাবে মুম্বাইয়ের ইনিংস থামে ১৬২ রানে।