IPL 2024: ভারতে হচ্ছে না আইপিএলের নিলাম

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) পরবর্তী মরসুমের নিলাম ভারতে অনুষ্ঠিত হবে না। এ ব্যাপারে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। নিলামের…

IPL 2024 Auction Shifts Overseas, Bypasses India

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) পরবর্তী মরসুমের নিলাম ভারতে অনুষ্ঠিত হবে না। এ ব্যাপারে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। নিলামের তারিখও নির্ধারণ করা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে সূত্র উদ্বৃত করে লেখা হয়েছে। আসন্ন নিলামে টুর্নামেন্টের ১০ টি দলই অংশ নেবে।

Advertisements

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এদিকে আইপিএল ২০২৪-এর নিলাম নিয়ে বড় খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবার আইপিএলের নিলাম ভারতে নয়, দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে। জানা গিয়েছে, ১০টি দল আইপিএল নিলামে অংশ নেবে এবং এখন ফ্র্যাঞ্চাইজি সদস্য, বিসিসিআই কর্মকর্তা, অপারেশন টিম, ব্রডকাস্টিং টিমের থাকার জন্য একটি পাঁচ তারা হোটেলে শত শত ঘর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। এ কারণেই দুবাই আসন্ন নিলামের আয়োজক বলে মনে করা হচ্ছে।

   

দুবাইয়ে সম্ভাব্য নিলামের জন্য তারিখও নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪ মরসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। দুবাই এটি হোস্ট করার জন্য প্রস্তুত। নিলামের সময় ২০২৪ মরসুমের জন্য প্রতিটি দলের কাছে ১০০ কোটি টাকা থাকবে, যা গত বছরের চেয়ে ৫ কোটি টাকা বেশি। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়ার লীগের নিলাম।

Advertisements

গত মরশুমের ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার করে আইপিএল শিরোপা জিতেছে। চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বইয়ের নেতৃত্ব দিয়েছিলেন ওপেনার ও বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।