HomeSports NewsIPL 2022 : ব্যর্থ বাটলারের লড়াই, শাহবাজ-কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় আরসিবির

IPL 2022 : ব্যর্থ বাটলারের লড়াই, শাহবাজ-কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় আরসিবির

- Advertisement -

চলতি আইপিএলে (IPL 2022) প্রথম হারের মুখ দেখল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। প্রথম দুই ম্যাচেই জিতেছিল তারা। এদিন অবশ্য বোলারদের ব্যর্থতার জন্যই মূলত হারতে হল তাদের। তবে বাংলার শাহবাজ আহমেদ এবং প্রাক্তন নাইট দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসকে খাটো করার কোনও জায়গা নেই। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ৪ উইকেট জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ফের জ্বলে উঠল জস বাটলারের ব্যাট। শুরুতে থিতু হতে সময় নিলেন অনেকটা। প্রথম ৪০ বলে করেছিলেন মাত্র ৪৩ রান। তারপর একেবারে টপগিয়ার। শেষ সাত বলে করলেন ২৭ রান। অপরাজিত থাকলেন ৪৭ বলে ৭০ করে। সেইসঙ্গে ৩১ বলে ৪২ রান করে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দিলেন শিমরন হেটমেয়ার। এর মাঝে অবশ্য ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলে যান দেবদত্ত পালিক্কাল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট খুইয়ে ১৬৯ রান তোলে রাজস্থান রয়্যালস।

   

জবাবে শুরুটা খারাপ করেনি আরসিবিও। দুই ওপেনার পাওয়ার প্লেতে দারুণ ব্যাট করেন। কিন্তু মিডল অর্ডারে বিরাট, উইলিরা কেউ টিকতে পারেননি বেশিক্ষণ। ৫৫ রানে ফাফ ডু প্লেসি ফেরার পর ৬২-তে চার উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় আরসিবি। সেখান থেকে দুর্দান্ত ভাবে দলকে টেনে তোলেন শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিক।

এই দুই ব্যাটারের দাপটে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আরসিবি। ২৬ বলে ৪৫ রান করে দলকে একেবারে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন শাহবাজ। হর্ষল প্যাটেলকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করে মাঠ ছাড়েন কার্তিক। ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক কার্তিক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular