IPL 2022 : ব্যাটিং বিপর্যয় পঞ্জাবের, পৃথ্বী-ওয়ার্নার ঝড়ে সহজ জয় দিল্লির

IPL 2022 : করোনায় জর্জরিত দিল্লি শিবির। কিন্তু মাঠে যেন প্রতিফলনটা ঠিক উলটো ঘটল। পঞ্জাবকে শুরু থেকেই একেবারে কোণঠাসা করে হেলায় হারাল পন্থ বাহিনী। ৫৭…

IPL 2022 : করোনায় জর্জরিত দিল্লি শিবির। কিন্তু মাঠে যেন প্রতিফলনটা ঠিক উলটো ঘটল। পঞ্জাবকে শুরু থেকেই একেবারে কোণঠাসা করে হেলায় হারাল পন্থ বাহিনী। ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিল তারা।

বুধবার টসে জিতে পঞ্জাব সুপার কিংসকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ। শুরু থেকে ক্যাপিটালস বোলাররা চেপে ধরে পঞ্জাবকে। চোট কাটিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। ৩২ রান করেন তিনি। ১৭তম ওভারে রাহুল চাহারের ব্যাট থেকে আসে পঞ্জাব ইনিংসের একমাত্র ছক্কা। এই পরিসংখ্যানই তাদের ব্যাটিং দুর্দশা বোঝানোর জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত অতি কষ্টে ২০ ওভার খেলে তারা। ১১৫ রানে অলআউট হয় পঞ্জাব।

   

দিল্লি বোলারদের মধ্যে সবথেকে উজ্জ্বল ছিলেন অক্ষর প্যাটেল। কুলদীপ, ললিত, খলিল আহমেদদের মতো অক্ষরও দুটি উইকেট নেন। কিন্তু চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান খরচ করেন এই বাঁহাতি অলরাউন্ডার।

এরপর ব্যাট করতে নেমেও দাপট বজায় থাকে দিল্লি। দুই ওপেনার পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার শুরু থেকে ঝড় তোলেন বাইশগজে। যার ফলে পাওয়ার প্লের ছয় ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৮১ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন তারা। মাত্র ২০ বলে ৪১ রান করে পৃথ্বী প্যাভিলিয়নে ফেরেন। সরফরাজকে সঙ্গে নিয়ে বাকি কাজ সেরে ফেলেন ওয়ার্নার। এদিন দুরন্ত অর্ধশতরান করেন অজি তারকা। শেষ পর্যন্ত ৩০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন তিনি। সরফরাজ করেন ১৩ বলে ১২। মাত্র ১০.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যাপিটালস শিবির।