IPL 2022: পুনেতে প্যাট ঝড়, দলে ফিরেই নাইটদের মুম্বই জয়ের নায়ক কামিন্স

দলে ফিরেই নায়ক প্যাট কামিন্স। বলে নিলেন দুটি উইকেট। আর ব্যাট হাতে খেললেন অতিমানবীয় ইনিংস। মাত্র ১৫ বলে ছটি ছক্কা এবং চারটি চারের সাহায্যে ৫৬…

Kolkata Knight Riders won by 5 wickets

দলে ফিরেই নায়ক প্যাট কামিন্স। বলে নিলেন দুটি উইকেট। আর ব্যাট হাতে খেললেন অতিমানবীয় ইনিংস। মাত্র ১৫ বলে ছটি ছক্কা এবং চারটি চারের সাহায্যে ৫৬ রানে অপরাজিত থেকে মুম্বই জয় করে ফিরলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জেতালেন ৫ উইকেটে।

এদিন টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আয়ার। পুনের এই মাঠে চলতি আইপিএলে যে দুটি ম্যাচ হয়েছে, তাতে প্রথমে ব্যাট করা দলই জয়ের মুখ দেখেছে। শ্রেয়সের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে তাই অনেকেই অবাক হয়েছেন। বিশেষ করে রোহিত শর্মা তো পরিষ্কার বলেই দিলেন, টসে জিতলে তিনি ব্যাটই নিতেন।

তবে বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়েছেন। শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করেন নাইট যোদ্ধারা। এদিন প্রথম একাদশে দুটি পরিবর্তন আনে কেকেআর। টিম সাউদির পরিবর্তে দলে আসেন প্যাট কামিন্স। প্রথম তিন ম্যাচে ব্যর্থ শিভম মাভিকে সরিয়ে জায়গা করে নেন তরুণ পেসার রাসিখ সালাম। তিন বছর পর আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলা রাসিখ উইকেট না পেলেও, ৩ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন নজর কাড়েন।

উমেশ ছিলেন নিজের ছন্দে। এদিন প্রথম ধাক্কাটা দেন তিনিই। নাইটদের বিরুদ্ধে বরাবর জ্বলে ওঠা মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফেরান উমেশ। প্রথম দুই ম্যাচে রান পাওয়া ঈশান কিষাণও (১৪) এদিন ব্যর্থ হন। ঈশানকে ফেরান কামিন্স। মুম্বই দলে এদিন সুযোগ পাওয়া ব্রেভিচ ২৯ রান করেন। তবে মুম্বইয়ের হয়ে চলতি মরসুমে প্রথমবার মাঠে নেমেই দুরন্ত পারফর্ম করলেন সূর্যকুমার যাদব (৩৬ বলে ৫২)। সেইসঙ্গে ফর্মে থাকা তিলক বর্মা (২৭ বলে অপরাজিত ৩৮) এদিন নিজের সুনাম বজায় রাখলেন। শেষ দিকে পোলার্ড ৫ বলে মাত্র ২২ রান করে দলকে নিয়ে যান ১৬১-তে।

জবাবে শুরুতে ধুঁকতে থাকে কেকেআরও। রাহানে, শ্রেয়স, বিলিংস, রানা সকলেই ব্যাট হাতে ব্যর্থ। গত ম্যাচের নায়ক রাসেলও তাড়াহুড়ো করতে গিয়ে দ্রুত ফেরেন সাজঘরে। কিন্তু ভেঙ্কটেশ আয়ার একদিক ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যান। তবে জয়ের মূল কারিগর হলেন কামিন্স। প্রথম ম্যাচেই নাইটদের জেতান অজি অধিনায়ক। মাত্র ১৫ বলে বিস্ফোরক ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সেইসঙ্গে চার ওভার বাকি থাকতে দলকে এনে দেন ৫ উইকেটের বিশাল জয়। কামিন্স ক্রিজে নামার আগে কলকাতার জয় নিয়েই সন্দেহ প্রকাশ করছিলেন অনেকে। কিন্তু পুনেতে প্যাট ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মুম্বইয়ের হিসাব নিকেষ।