IPL 2022: জেতার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু নাইটদের 

প্রথম ম্যাচেই কেকেআরের সামনে থাকছে মধুর প্রতিশোধের সুযোগ। আইপিএলের (IPL 2022) প্রথম দিনই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।…

প্রথম ম্যাচেই কেকেআরের সামনে থাকছে মধুর প্রতিশোধের সুযোগ। আইপিএলের (IPL 2022) প্রথম দিনই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের কাছেই গত আইপিএলের ফাইনালে হারতে হয়েছিল নাইটদের। সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা।মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়াম সংলগ্ন ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় মাঠে নেট প্র্যাক্টিস করেন কেকেআরের ক্রিকেটারেরা। 

কেকেআরের প্র্যাক্টিস কিটে থাকছে চমক। কয়েকদিনের মধ্যেই কেকেআরের নতুন প্র্যাক্টিস কিট প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে।মুম্বইয়ে কেকেআরের শিবিরে যোগ দিয়েছেন অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শিবম মাভিদের মতো অনেকেই। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, যাঁরা শিবিরে হাজির হয়েছেন, তাঁরা সকলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। তবে এবার কোয়ারেন্টিনের নিয়মে কিছু শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনদিনের নিভৃতবাসের পরই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। গত রবিবারই নাইট শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে। এবারের আইপিএলের গ্রুপ পর্বের সমস্ত খেলা হবে মহারাষ্ট্রে। মুম্বই ও পুণে মিলিয়ে কেকেআরের সমস্ত ম্যাচ রয়েছে। মুম্বইয়ে একত্রিত হচ্ছেন নাইট ক্রিকেটার ও কোচিং স্টাফেরা।

   

Advertisements

জানা গেছে, নাইটদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী কোচ অভিষেক নায়ার, প্রবীণ তাম্বে-সহ কোচিং স্টাফদের সকলেই মুম্বইয়ের আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে পৌঁছে গিয়েছেন। যে ক’জন ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের নিয়েই সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে অনুশীলন। বান্দ্রা কুর্লা কমপ্লেক্স ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, দু’জায়গাতেই হবে প্র্যাক্টিস। টুর্নামেন্টের পরের দিকে ওয়াংখেড়েতেও হবে নাইটদের প্র্যাক্টিস।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News