IPL 2022: ফের শেষ ওভারে জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন রশিদ খান। তবে সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন রাহুল তেওয়াটিয়া। পঞ্জাবের বিরুদ্ধে শেষ দুই বলে দুটি ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন তিনি। এদিনও তার অন্যথা হল না। ডেভিড মিলারকে সঙ্গী করে আরসিবিকে ৬ উইকেটে হারাল তেওয়াটির টাইটান্স।
লিগ শীর্ষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হলেও, আদতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই। কিং কোহলি। দীর্ঘ অফফর্ম কাটিয়ে তিনি রানে ফেরেন কি না, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভক্তকুলকে হতাশ করলেন না বিরাট। বহুদিন পর আইপিএলে অর্ধশতরানের মুখ দেখলেন ভারত তথা আরসিবির প্রাক্তন অধিনায়ক। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ছাড়ার পর এটিই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। মহম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ৫৮ রান করলেন বিরাট। নিলেন ৫৩টি বল। টি-টোয়েন্টি ফরম্যাটে এই স্ট্রাইকরেট বেশ দৃষ্টিকটূ হলেও, সেসব নিয়ে ভাবতে নারাজ তাঁর সমর্থকরা। বল নয়, আপাতত বিরাট-রানেই মজে তাঁর ভক্তকুল।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফাফ ডু প্লেসি। ম্যাচের দ্বিতীয় ওভারেই রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন আরসিবি নেতা। তবে সেই ব্যর্থ ঢেকে ফেলেন বিরাট ও রজত পাতিদার। আইপিএলের কেরিয়ারে এদিন নিজের সেরা ইনিংসটি খেলে ফেললেন রজত। মাত্র ৩২ বলে ৫২ রান করেন তিনি। বিরাট যখন একদিকে ক্রিজে থিতু হয়ে উইকেট বাঁচানোর চেষ্টা করছিলেন, উলটোদিকে তখন আক্রমণের পথ বেছে নিয়েছিলেন ২৮ বছর বয়সী রজত। তিনি ফেরার পর ঝড় তোলেন ম্যাক্সওলে। ১৮ বলে ৩৩ রানের ইনিংস উপহার দেন অজি তারকা। শেষ দিকে মহীপাল লোমরোরের ৮ বলে ১৬ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৭০ রান তোলে আরসিবি।
জবাবে ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল বেশ ভালোই শুরু করেন। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ঋদ্ধি ২৯ এবং গিল ৩১ রান করে আউট হন। সাই সুদর্শনও সেভাবে দাগ কাটতে পারেননি ব্যাট হাতে। চার নম্বরে নেমে অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৩) চূড়ান্ত ব্যর্থ। এই সময় ম্যাচে জাঁকিয়ে বসেছিল আরসিবি। কিন্তু বিরাটদের মুখের গ্রাস কেড়ে নেন ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া। দুই বাঁহাতির দাপটে আবারও একটি রুদ্ধশ্বাস জয় পায় গুজরাট। মিলার (২৪ বলে ৩৯) এবং তেওয়াটিয়া (২৫ বলে ৪৩) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।