Interkashi FC: কেরালা দলের তরুণ তারকাকে দলে টানল ইন্টারকাশি

এবারের এই নয়া ফুটবল মরশুমে উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো কোনো ফুটবল ক্লাব লড়াই করতে চলেছে বারাণসীর ইন্টার কাশি ফুটবল ক্লাব (Interkashi FC)।

Muhammad Ajsal

এবারের এই নয়া ফুটবল মরশুমে উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো কোনো ফুটবল ক্লাব লড়াই করতে চলেছে বারাণসীর ইন্টার কাশি ফুটবল ক্লাব (Interkashi FC)। তবে শুধু দেশের ফুটবলপ্রেমী ব্যক্তিবর্গ নয়, পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থিত তিনটি ফুটবল ক্লাবের ব্যাপক সক্রিয়তার মাধ্যমে গড়ে উঠতে এই নয়া ফুটবল ক্লাব।

যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব। এই আসন্ন আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য গত মাসের শেষের দিকেই বিড পেপার জমা করা হয়েছে তাদের তরফ থেকে। পাশাপাশি ক্লাবের লোগো বা জার্সি প্রকাশের দিকে ও দেওয়া হয়েছে নজর।

   

সেখানেই শেষ নয়। এই নয়া আইলিগ মরশুমের জন্য ভালো দল গঠনের দিকে ও নজর আছে তাদের। সেইমতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দিকে ও দেওয়া হয়েছে সমান নজর। উল্লেখ্য, গত সুপার কাপের পর থেকে আইএসএল ও আইলিগের দলগুলো নতুন করে ঘর গোছানোর কাজে হাত দিলেও বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে ছিল উত্তরপ্রদেশের এই ফুটবল দল। তবে দেরিতে হলেও চমক দিতে ছাড়েনি এই নয়া ফুটবল দল।

গত কয়েকমাস আগেই তরুণ স্প্যানিশ ফুটবলার জর্ডান ল্যামেলা গ্যারিডোর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল এই ইন্টার কাশি ফুটবল ক্লাব। মূলত উইঙ্গার হিসেবে ই বিশেষ পরিচিত এই তারকা ফুটবলার। গত মরশুমে সিএ অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছিলেন তিনি। পূর্বে জেরেস সিডির মতো স্প্যানিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ফুটবলারের। তবে এই সময়ে দাঁড়িয়ে ক্লাব ছাড়া থাকায় তাকেই চূড়ান্ত করে এই নয়া দল। পাশাপাশি দলে আসেন পিটার হার্টলি।

এছাড়াও একাধিক দেশীয় ফুটবলারদের অনেক আগে থেকেই চূড়ান্ত করে ফেলেছিল এই দল। সময় এগোনোর সাথে সাথে তাদের সাইন করাতে থাকে এই ফুটবল ক্লাব। এবার সেই তালিকায় উঠে আসল কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম তরুণ তারকা মুহাম্মদ আজসলের নাম। গত ফুটবল মরশুমে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন তিনি। দলের আক্রমণভাগের একজন ভরসাযোগ্য তারকা হয়ে উঠতে পারেন যেকোন সময়ে। তাই নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে এই তারকা ফুটবলারকেই দলে টেনেছে ইন্টার কাশি ফুটবল দল।