Interkashi FC: এসেছে বড় জয়, সুপার কাপের কোন গ্রুপে ইন্টারকাশি?

এবারের এই ফুটবল সিজনে বারানসির প্রথম ক্লাব হিসেবে এখনো পর্যন্ত আই লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে ইন্টারকাশি ফুটবল দল (Interkashi FC)। ভারতের পাশাপাশি বিদেশ…

Interkashi FC

এবারের এই ফুটবল সিজনে বারানসির প্রথম ক্লাব হিসেবে এখনো পর্যন্ত আই লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে ইন্টারকাশি ফুটবল দল (Interkashi FC)। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও ব্যাপক সাহায্য পাচ্ছে এই ফুটবল ক্লাব। বলতে গেলে স্পেনের বেশ কিছু ফুটবল ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই নয়া ক্লাব। যেখানে এই নতুন মরশুমে খেলছেন দেশের বিভিন্ন জনপ্রিয় ফুটবল ক্লাবের হয়ে খেলা একাধিক দাপুটে ফুটবলার।

Advertisements

আইএসএলের অন্যতম সক্রিয় দল তথা জামশেদপুর এফসি প্রাক্তন কোচ সান্তামারিনার দায়িত্ব গ্রহণের পর থেকেই একেবারে বিশেষ রূপ পেয়েছে এই ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের এনে একেবারে সকলকে চমকে দিয়েছিল আইলিগের এই নয়া প্রতিযোগী।

Advertisements

তবে এবারের এই আইলিগ মরশুমে একেবারে মনের মতো করে শুরু করতে পারেনি ইন্টারকাশি। জয় যেমন এসেছে সেরকম ভাবেই বেশ কিছু ম্যাচে পরাজিত হতে হয়েছে তাদেরকে। বর্তমানে আইলিগ পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে এই ফুটবল দল। এখনো পর্যন্ত মোট ১১ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ১৫ পয়েন্ট। জানিয়ে কিছুটা হলেও হতাশ সকলে।

তবে নতুন বছরের শুরুটা এবার যথেষ্ট ভালো হল তাদের। আইলিগের শুরুটা আরামদায়ক না হলেও এবার দাপুটে পারফরম্যান্স করে সুপার কাপে যোগ্যতা অর্জন করে ফেলল ইন্টারকাশি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল শান্তা মারিনার ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ৫ গোলে সেই ম্যাচ জিতে নেয় ইন্টারকাশি।

যার দরুন এবার খেলবে সুপার কাপের গ্রুপ পর্ব। এবার সুপার কাপের গ্রুপ ডিতে রয়েছে ইন্টারকাশি। যেখানে এবার তাদের মুখোমুখি হতে হবে ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের সঙ্গে। তাই এবার আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে তাদের সামনে।