Intercontinental Cup: কোথায় দেখবেন ফাইনাল ম্যাচ? দল নিয়ে মুখ খুললেন স্টিমাচ

Intercontinental Cup Final

গত ম্যাচে বহু চেষ্টা করে ও গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় ফুটবল দল। যারফলে গোলশূন্যভাবে শেষ করতে হয়েছিল গ্ৰপ পর্ব। তবে এবার সেইভুল করতে নারাজ সুনীলরা। আজ ভুবনেশ্বর থেকে ট্রফি (Intercontinental Cup ) জিতেই ফিরতে চান ভারতীয় দলের বর্তমান কোচ ইগর স্টিমাচ। সেইমতোই তৈরি করেছেন ম্যাচের ব্লুপ্রিন্ট। হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচ। এখন সেদিকেই নজর গোটা দেশবাসীর। কিন্তু কিভাবে দেখবেন আজকের ম্যাচ?

Advertisements

এই ফাইনাল ম্যাচ টিভিতে দেখতে হলে আপনাকে নজর রাখতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের দিকে। আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যদি এই ম্যাচ দেখতে হয় তাহলে নজর রাখতে হবে ডিজনি হটস্টার ও জিও টিভিতে। তবে সাংবাদিকদের তরফ থেকে ম্যাচের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বেশ খোলামেলা মেজাজেই ধরা দিলেন স্টিমাচ।

তিনি বলেন, “গত শেষ ম্যাচ থেকে এটি যথেষ্ট আলাদা হতে চলেছে। আমাদের প্রথম থেকেই একেবারে আক্রমণের ঝড় তুলতে হবে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া চলবে না।” পাশাপাশি তিনি আরও বলেন, লেবানন দলের বেশকিছু ফুটবলার রয়েছে যাদের বিদেশে খেলার যথেষ্ট ভালো অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ট্যাকনিক্যাল দিক থেকে তারা যথেষ্ট শক্তিশালী।

Advertisements

তাছাড়া ওদের দলের খেলোয়াড়রা যথেষ্ট ভালো পাসিং ফুটবল খেলে। তাই যথেষ্ট সাবধানে আমাদের এগোতে হবে। আমরা আগের ম্যাচ যথেষ্ট ভালো খেলেছি। একাধিকবার গোলের সুযোগ এসেছিল কিন্তু ছেলেরা তা কাজে লাগাতে পারেনি। তবে এবার আরও ভালো খেলতে হবে। তাছাড়া ওদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। ওদের ব্যাক্তিগত নৈপুণ্য দিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তবে আমাদের ছেলেদের যথেষ্ট সক্রিয় হতে হবে। ডিফেন্স কে আরও মজবুত করতে হবে। যাতে ওদের খেলোয়াড়রা গোলের মুখে সহজে পৌঁছতে না পারে।