আইএসএলের কথা মাথায় রেখে তিন ভারতীয় ফুটবলারকে দলে টানছে ইন্টার কাশী

পুরনো হতাশা ভুলে গত সিজনে নিজেদের দলকে ঢেলে সাজিয়েছিল ইন্টার কাশী (Inter Kashi)ফুটবল ক্লাব। সেইমতো দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের…

inter-kashi-signs-indian-players-isl-plan

পুরনো হতাশা ভুলে গত সিজনে নিজেদের দলকে ঢেলে সাজিয়েছিল ইন্টার কাশী (Inter Kashi)ফুটবল ক্লাব। সেইমতো দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে। একটা সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে যথেষ্ট দাপট থেকেছে হাবাসের।

Advertisements

অ্যাটলেটিকো দ্যা কলকাতা থেকে শুরু করে এটিকে হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। সাফল্য পেয়েছেন বারংবার। স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞ কোচের উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। এই স্প্যানিশ কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল দলটি।

   

ওডিশা এফসি থেকে লোনে বিদেশের ক্লাবে গেলেন বুমোস

যারফলে গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল ইন্টার কাশী। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিতে চলেছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে বারংবার উঠে আসতে শুরু করেছে এক বিদেশি ফরোয়ার্ডের নাম। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। তবে এবার দল গঠনের ক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে আরেক তথ্য।

শোনা যাচ্ছে, এবার ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে তিন ভারতীয় ফুটবলারকে দলে টানতে চলেছে গতবারের আইলিগ জয়ীরা। যাদের মধ্যে রয়েছেন জয়েশ রানে, সেমিনলেন ডুঞ্জেল এবং নিশু কুমার। পূর্বে আইএসএলের ফুটবল ক্লাব জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন জয়েশ রানে এবং নিশু কুমার।

অন্যদিকে, সুপার লিগ কেরালার ফুটবল ক্লাব কালিকট এফসির হয়ে খেলেছিলেন সেমিনলেন। এবার এই তিন অভিজ্ঞ ফুটবলারের উপরেই হয়তো ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো তাঁদের যোগদানের কথা জানিয়ে দেবে ইন্টার কাশী ফুটবল ক্লাব। যেদিকে তাকিয়ে সকলেই।

Advertisements