HomeSports Newsহাবাস ছাড়াই ছেত্রীদের বিপক্ষে সুপার কাপ অভিযান শুরু কাশীর

হাবাস ছাড়াই ছেত্রীদের বিপক্ষে সুপার কাপ অভিযান শুরু কাশীর

- Advertisement -

২৩ এপ্রিল ইন্টার কাশী (Inter Kashi) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে কলিঙ্গ সুপার কাপের ২০২৫ (Kalinga Super Cup 2025) রাউন্ড ১৬-তে। ওডিশার ভুবনেশ্বর শহরের কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল ৪:৩০ শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচ ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে।

   

ইন্টার কাশী ২০২৪-২৫ মরসুমের আই-লিগ যাত্রা শেষ করেছে ৬ এপ্রিল। এক সপ্তাহের ছুটি কাটানোর পর, দল ১৬ এপ্রিল আবার প্রশিক্ষণে ফিরে আসে। তখন থেকেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে তারা মনোনিবেশ করেছে। দলের মধ্যে ফিটনেস এবং মানসিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ম্যাচের পূর্বে, ইন্টার কাশীর সহকারী কোচ কার্লোস ফনসেকা বলেন, “আমরা একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছি। বেঙ্গালুরু ছয়জন বিদেশী খেলোয়াড় নিয়ে মাঠে নামবে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমাদের খেলোয়াড়রা অনুপ্রাণিত এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”

দলের অভিজ্ঞ ডিফেন্ডার এবং সিনিয়র খেলোয়াড় সার্থক গোলুই বলেন, “বেঙ্গালুরু এফসি একটি শক্তিশালী প্রতিপক্ষ। আমরা এই ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নিয়েছি। দল হিসেবে আমরা খুবই উৎসাহী এবং আত্মবিশ্বাসী। এই ম্যাচে ভালো কিছু করব বলেই আশাবাদী।”

বেঙ্গালুরু এফসি, যারা ইন্ডিয়ান সুপার লিগে খেলে, তাদের অভিজ্ঞতা ও গভীর স্কোয়াড ইন্টার কাশীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে দলের সাম্প্রতিক ফর্ম এবং দলীয় সংহতি তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্সে তারা বেশ সংগঠিত।

এই ম্যাচে দর্শকদের নজর থাকবে ইন্টার কাশীর আক্রমণভাগ এবং বেঙ্গালুরুর অভিজ্ঞ রক্ষণভাগের লড়াইয়ের দিকে। যেহেতু এটি নক-আউট রাউন্ড, ফলে দুটি দলই কোনো রকম ভুল করতে চাইবে না। ম্যাচের ছোট একটি ভুলই হতে পারে পার্থক্য নির্ধারক।

সার্বিকভাবে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশিত। ইন্টার কাশীর জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং নিজেদের প্রমাণ করার একটি সুযোগ, যেখানে তারা দেশের শীর্ষ ক্লাবগুলোর একটির বিরুদ্ধে মাঠে নামছে। দলের অনুরাগীরা দারুণভাবে আশাবাদী যে, এই ম্যাচে তারা একটি স্মরণীয় পারফরম্যান্স উপহার দেবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular