কলকাতাকে হোম গ্ৰাউন্ড করে আইলিগ মাতাবে ইন্টার কাশী, হাবাস-জনি জুটিতে চমক!

গত আইলিগ মরসুমে অনবদ্য পারফরম্যান্স করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম থেকেই জয়ের ধারা বজায় রেখেছিল ময়দানের এই প্রধান। যারফলে টুর্নামেন্টের শীর্ষস্থান ধরে রেখেই খেতাব জয়…

Inter Kashi FC to Play I-League Matches at Kolkata Home Ground: Habas-Johnny Duo Brings Surprise Factor!

গত আইলিগ মরসুমে অনবদ্য পারফরম্যান্স করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম থেকেই জয়ের ধারা বজায় রেখেছিল ময়দানের এই প্রধান। যারফলে টুর্নামেন্টের শীর্ষস্থান ধরে রেখেই খেতাব জয় করেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছে। সেই সাফল্যের দরুন এবার ইন্ডিয়ান সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। যেখানে প্রথম থেকেই তাঁদের পারফরম্যান্স চমকে দিচ্ছে সকলকে‌।

অপরদিকে শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য পায়নি শ্রীনিধি ডেকান থেকে শুরু করে গোকুলাম কেরালা এফসির মত ফুটবল ক্লাব। সেই হতাশা ভুলে এবার নিজেদের মেরে ধরতে মরিয়া সকলে। কিন্তু কবে থেকে শুরু হবে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগ? সেই নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম হয়ে উঠেছিল ভারতীয় ফুটবল মহল। অবশেষে বুধবার রাতে প্রকাশিত হয় নয়া আইলিগের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট।

   

যেখানে প্রথম ম্যাচেই শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে গোকুলাম। এটি অনুষ্ঠিত হতে চলেছে হায়দরাবাদে অর্থাৎ শ্রীনিধির ঘরের মাঠে। তবে শুধুমাত্র একটা ম্যাচ নয়। সেইদিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)।  যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। উল্লেখ্য, এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছেনৈহাটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আইলিগের সূচি অনুযায়ী এবারের এই মরসুমে ইন্টার কাশী ফুটবল দলের হোম গ্ৰাউন্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে কলকাতার এই ফুটবল স্টেডিয়ামকে।

সেটা যথেষ্ট অবাক করেছ সকলকে। যারফলে আইলিগে নিজেদের প্রত্যেকটি হোম ম্যাচ কলকাতার বুকেই খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে আইএসএলের অন্যতম সফল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্ট দলের দায়িত্ব পালন করেছিলেন হাবাস। তাঁর তত্ত্বাবধানে লিগ শিল্ড জয় করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে তাঁকে বিদায় জানিয়ে জোসে মোলিনার হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তবে শুধু হাবাস নয়। ইন্টার কাশীতে যোগদান করেছেন মোহনবাগান দলের প্রাক্তন তারকা ফুটবলার জনি কাউকো‌। যা বিরাট বড় চমক। আইএসএলের পর আইলিগে ও এবার তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে সকলের।