বিগত কয়েক বছরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট নজর কেড়েছিল ইন্টার কাশী (Inter Kashi FC)। প্রথমবার আইলিগে অংশগ্রহণ করে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও সেবার চূড়ান্ত সাফল্য আসেনি। তবে সেই ধাক্কা কাটিয়ে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ম্যানেজমেন্ট। সেইমতো নিজেদের গোটা দলকে ঢেলে সাজিয়েছিল বারাণসীর এই ক্লাব। এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয় স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে। একটা সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে যথেষ্ট দাপট থেকেছে হাবাসের। অ্যাটলেটিকো দ্যা কলকাতা থেকে শুরু করে এটিকে হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। সাফল্য যেন তাঁর সব সময়ের সঙ্গী। সেই ধারাই বজায় রাখেন তিনি।
আরও পড়ুন: পরাজিত লেভান্তে, রিয়ালের হয়ে প্রথম জয় আরবেলোয়ার
বলাবাহুল্য, হাবাসের দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল দলটি। যারফলে গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে ইন্টার কাশী। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিতে চলেছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে বারংবার উঠে আসতে শুরু করেছে এক ব্রাজিলিয়ান ফুটবলারের নাম।
আরও পড়ুন: আইএসএল শুরুর আগে ক্লাবগুলোকে এই কারণে কড়া সতর্কবার্তা দিল FIFPRO
তিনি দিয়াগো মাউরিসিও। বলাবাহুল্য, দেশের প্রথম ডিভিশন লিগে যথেষ্ট পরিচিত এই বিদেশি ফুটবলার। গত ২০২০-২০২১ সালে প্রথমবারের জন্য আইএসএল খেলতে এসেছিলেন তিনি। যোগদান করেছিলেন জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ওডিশা এফসিতে। কয়েক মরসুম পর দল ছেড়ে বিদেশের ক্লাবে ফিরে গেলেও সেখান থেকে পুনরায় ভারতে ফিরে যোগ দিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে। সেখান থেকে নিজের পুরনো দলে ফিরে আসা। যদিও গত সিজনের দিকে যোগ দিয়েছিলেন ইন্দোনেশিয়ার ফুটবল দল পার্সেবায়া সুরাবায়াতে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই নতুন সিজনে ফের ভারতে ফিরতে পারেন বছর চৌত্রিশের এই বিদেশি ফরোয়ার্ড। সেক্ষেত্রে তাঁকে নিতে নাকি যথেষ্ট আগ্ৰহী ইন্টার কাশী দল। এছাড়াও নাকি নজর রয়েছে আরও বেশকিছু দলের। তবে শেষ পর্যন্ত তিনি এই ফুটবল দলে যোগ দিলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
