হাতে মাত্র কিছু সপ্তাহ। তারপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL)। এখন যার অপেক্ষায় গোটা দেশের ফুটবলপ্রেমীরা। অন্যান্যবার দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। যারফলে ফরম্যাটে এসেছে বদল। সেই অনুযায়ী এবার প্রথম লেগের মধ্য দিয়েই আয়োজিত হতে চলেছে গোটা টুর্নামেন্ট। সেইদিকে নজরে রেখেই এই নতুন বছরের শুরু থেকে প্রস্তুতি শুরু করেছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট।
এছাড়াও এবার অংশগ্রহণ করতে চলেছে বারাণসীর শক্তিশালী ইন্টার কাশী ফুটবল ক্লাব। গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল ইন্টার কাশী। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিতে চলেছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে বারংবার উঠে আসতে শুরু করেছে এক হাইপ্রোফাইল ফরোয়ার্ডের নাম। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। পাশাপাশি ভারতীয় ফুটবলার নির্বাচনে ও থেকেছিল চমক।
ইতিমধ্যেই তিন ভারতীয় ফুটবলারকে দলে প্রায় নিশ্চিত করে ফেলেছে গতবারের আইলিগ জয়ীরা। যাদের মধ্যে রয়েছেন জয়েশ রানে, সেমিনলেন ডুঞ্জেল এবং নিশু কুমার। পূর্বে আইএসএলের ফুটবল ক্লাব জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন জয়েশ রানে এবং নিশু কুমার। অন্যদিকে, সুপার লিগ কেরালার ফুটবল ক্লাব কালিকট এফসির হয়ে খেলেছিলেন সেমিনলেন। এবার এই তিন অভিজ্ঞ ফুটবলারের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেই শেষ নয়। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, এবার বিদেশি গোলরক্ষকের দিকেও নজর রয়েছে আইএসএলের এই নতুন দলের।
তিনি লুইস ট্যারেস। পূর্বে স্পেনের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব গেটাফে সিএফ দলের হয়ে খেলেছেন স্প্যানিশ গোলরক্ষক। সেখানে খেলেছিলেন প্রায় উনিশটি ম্যাচ। শোনা যাচ্ছে এবার তাঁকে দলে টানতে আগ্ৰহী ইন্টার কাশী।
