আইলিগ তুমি কার ? দিন কয়েক আগেই সামনে এসেছিল সেই উত্তর। বহু জটিলতার পর ভারতীয় ক্লাব ফুটবলের এই টুর্নামেন্ট (I-League Champions) নিয়ে চূড়ান্ত রায় দিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেই অনুযায়ী ২০২৪-২৫ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বারাণসীর ইন্টার কাশী দলকে। নামধারী এফসি ও চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইন্টার কাশী। তারপর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছিল দলের সকল ফুটবলার ও সমর্থকদের মধ্যে। অন্যদিকে, বড়সড় ধাক্কা ছিল চার্চিল ব্রাদার্সের কাছে। আদালতের এই রায়ের ফলে আইলিগ জয়ের তকমা হারায় গোয়ার এই ফুটবল ক্লাব।
তবে সেখানেই শেষ নয়। বিশেষ জরিমানা ও করা হয় আইলিগের এই দলকে। এমন অসম্মান যে সহজে মেনে নেবে না চার্চিল ব্রাদার্স সেই আভাস মিলেছিল আগেই। অবশেষে গত শনিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি পোস্ট আপলোড করা হয়। যেখানে বলা হয় আইলিগ নিয়ে এবার ফের আইনি লড়াইয়ের পথে হাঁটছে গোয়ার এই শক্তিশালী দল। মনে করা হচ্ছে এবার হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে চার্চিল কতৃপক্ষ। তবে আন্তর্জাতিক আদালতের তরফে বিজয়ী ঘোষণা করার পর এমন পদক্ষেপ আদৌ কতটা ইতিবাচক হতে চলেছে সেটাই দেখার।
উল্লেখ্য, গত কয়েক মাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আইলিগ জয়ী ঘোষণা করা হয়েছিল চার্চিল ব্রাদার্সকে। ট্রফির পাশাপাশি মেডেল ও তুলে দেওয়া হয়েছিল দলের সকল ফুটবলারদের হাতে। তারপর গোটা বিষয়টি চলে গিয়েছিল সিএএসের কাছে। যেটা মেনে নেওয়া সম্ভব ছিল না ইন্টার কাশীর পক্ষে। স্বাভাবিকভাবেই ফেডারেশনের আপিল কমিটিতে গোটা বিষয়টি যাওয়ার পর বারাণসীর এই দলের নিয়ম ভঙ্গের অভিযোগে এনেছিল চার্চিল ব্রাদার্স। স্বাভাবিকভাবেই আপিল কমিটির পক্ষেই থেকেছিল ফেডারেশন।
তারপর ও জল গড়িয়েছিল অনেকটা দূর। অনেকটা সময় তদন্ত চলার পর ইন্টার কাশীকে আইলিগ জয়ী ঘোষণা করার পাশাপাশি রানার্স হিসেবে বিবেচনা করা হয় গোয়ায় ফুটবল দলকে। কিন্তু এখানে ও যেন হলো না শেষ।