দীর্ঘ বিতর্ক এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইন্টার কাশীকে (Inter Kashi) ২০২৪-২৫ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন (I-League 2024-25 Champion) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত (CAS)। শুক্রবার দেওয়া ঐতিহাসিক রায়ে ইন্টার কাশীর পক্ষেই সিদ্ধান্ত দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। এর ফলে, নামধারী এফসি এবং চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসে ইন্টার কাশী।
মূলত দুটি ঘটনাকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। প্রথমত, নামধারী এফসির বিরুদ্ধে একটি ম্যাচে অংশ নিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লেডসন দ্য সিলভা, যিনি আগেই চারটি হলুদ কার্ড দেখে ম্যাচে খেলার অনুপযুক্ত ছিলেন। এই ম্যাচে ইন্টার কাশী ০-১ গোলে পরাজিত হয়। পরে তারা অভিযোগ দায়ের করে ফেডারেশনের কাছে।
ফেডারেশনের আপিল কমিটি সেই অভিযোগ খারিজ করে দেয়, কিন্তু ইন্টার কাশী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে। আদালতের রায়ে প্রমাণ হয়, ক্লেডসন দ্য সিলভা নিষিদ্ধ থাকাকালীনই খেলেছেন, যার ফলে ইন্টার কাশীকে ঐ ম্যাচের তিন পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল স্প্যানিশ স্ট্রাইকার মারিও বারকোকে ঘিরে। সিজন শুরুর আগে তাকে সাইন করে কাশী, কিন্তু ডিসেম্বর মাসে চোট পেলে বদলি হিসেবে সই করানো হয় মাতিজা বাবোভিচকে। পরে ফেব্রুয়ারিতে হঠাৎই আবার বারকোকে নতুন করে রেজিস্টার করে ক্লাব, এক অপর বিদেশি ফুটবলারের (হুয়ান পেরেজ ডেল পিনো) জায়গায়, যার চুক্তি আগেই বাতিল হয়েছিল।
সর্ব ভারতীয় ফুটবল সংস্থা আয়োজিত প্রতিযোগিতা কমিটি এই দ্বিতীয়বার রেজিস্ট্রেশনকে বৈধ মানতে অস্বীকার করে। তাদের যুক্তি ছিল, একই মরসুমে এক ফুটবলারকে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন নিয়মবিরুদ্ধ। কিন্তু CAS জানিয়ে দেয়, আই লিগের ধারা ৬.৫.৭ অনুযায়ী এমন রেজিস্ট্রেশন বৈধ, কারণ এটি একটি “mutual termination”-এর পরে করা হয়েছে, এবং এর ফলে কাশী কোনও নিয়ম লঙ্ঘন করেনি।
এই দুই মামলায় জয় লাভের ফলে ইন্টার কাশীর পয়েন্ট দাঁড়ায় ৪২, যা চার্চিল ব্রাদার্সের সমান হলেও গোল পার্থক্যে কাশী এগিয়ে থাকে এবং তারাই শিরোপা জিতে নেয়।
🚨 Inter Kashi declared as champions of I-league by CAS. pic.twitter.com/4bFLQO4cNj
— IFTWC – Indian Football (@IFTWC) July 18, 2025
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের রায় সর্বোচ্চ আদালতের মত, আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ইন্টার কাশীকে অভিনন্দন জানাই আই লিগ জয়ের জন্য।” রায়ের পরেই ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে ক্রীড়া আদালতের তরফে। পাশাপাশি, চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি, এবং রিয়াল কাশ্মীরকেও জরিমানা গুনতে হবে নিয়মভঙ্গ, দলীয় দায়িত্বহীনতা ও খেলোয়াড় ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রুটির জন্য।
Inter Kashi crowned I-League 2024-25 champion after CAS ruling