Mohunbagan: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র অশান্তি মোহনবাগান শিবিরে

Mohun bagan

ক্লাব নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তীব্র অশান্তি মোহনবাগান (Mohunbagan) শিবিরে।গোটা ঘটনা’কে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ময়দান চত্বর।ক্লাব তাঁবুর বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।গোটা ঘটনার জেরে আহত হয়েছে মোট ৩ জন।তাদের’কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান থানার পুলিশ।

Advertisements

এদিকে ঠিক কোন কারণে এই ঝামেলায় জড়িয়েছে দুই পক্ষ, সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই ক্লাব কর্তৃপক্ষের।ঘটনার আকস্মিকতায় তারা’ও খুব অবাক হয়েছেন।দুই পক্ষ নিজেদের মধ্যে মারপিট করার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে ক্লাব সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িতে।

   

শনিবার ছিল মোহনবাগানে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন‌।জমা দেওয়ার শেষ সময় ছিলো বিকেল পাঁচটা ।হঠাৎ দুপুরের পর ক্লাব চত্বরে হঠাৎ ভিড় হওয়া শুরু হয়।এরপর বিকাল বিকাল দুই পক্ষ আচমকা নিজেদের মধ্যে মারপিট শুরু করে।তবে তারা কারা এবং কাদের নির্দেশে এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়।

পরিস্থিতি খারাপের দিকে গেলে ক্লাবের কয়েক জন কর্মকর্তা পুলিশ’কে ফোনে বিষয়টি জানায়।পরবর্তী সময়ে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।সামগ্রিক ঘটনা সম্পর্কে তদন্ত চালাচ্ছেন তারা।

এবিষয়ে ক্লাব কর্তা দেবাশিস দত্তের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,এই গোটা ঘটনাটাই বাইরের ব‍্যাপার,এর সাথে কোনও ভাবেই ক্লাব জড়িত নয়।তার দাবী খুব নির্বিঘ্নে মিটেছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements