Asian Cup 2023: অভিনব প্রযুক্তি এবারে এশিয়ান কাপে, জানুন

আর মাত্র কয়েকটা মাস, তারপরেই শুরু হয়ে যাবে এবারের এএফসি এশিয়ান কাপ (Asian Cup )। যেটি অনুষ্ঠিত হতে চলেছে গতবারের বিজয়ী দেশ কাতারে।

Asian Cup football

আর মাত্র কয়েকটা মাস, তারপরেই শুরু হয়ে যাবে এবারের এএফসি এশিয়ান কাপ (Asian Cup )। যেটি অনুষ্ঠিত হতে চলেছে গতবারের বিজয়ী দেশ কাতারে। গতবছর এই দেশেই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। এবার এখানেই হচ্ছে এশিয়ান গেমসের মতো বৃহৎ ইভেন্ট। যেখানে লড়াই করতে দেখা যাবে মোট ২৪টি দেশকে।

তবে শুধুমাত্র প্রতিযোগিতায় দেশের সংখ্যা বাড়িয়েই সীমাবদ্ধ থাকেনি এই ফুটবল সংস্থা। বরং তার পাশাপাশি উন্নত প্রযুক্তির ও ব্যবহার করা হতে চলেছে এবার। যার মধ্যে একটি হল ভিএআর প্রযুক্তি। জানা গিয়েছে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের জন্য থাকছে এই অত্যাধুনিক প্রযুক্তি।

তবে সেখানেই শেষ নয়, এবার নাকি মহিলা রেফারি এনেও পরিচালিত হবে ম্যাচ। এক্ষেত্রে সবার আগে উঠে আসছে জাপানের ইয়োশিমি ইয়ামাশিতার নাম। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আনা হবে আরও ৬-৭ জন মহিলা রেফারি। তবে ফুটবলের দুনিয়ায় যথেষ্ট পরিচিত ইয়োশিমি। গতবারের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সামলেছেন তিনি। এবার ডাক পেলেন এশিয়ান কাপে। অন্যদিকে, “ভিএআর” প্রযুক্তির ব্যবহার ও সঠিকভাবে করার ইঙ্গিত মিলেছে।

Advertisements

আগামী বছরের প্রথমদিকেই অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। সেই নিয়ে চরম ব্যস্ততা প্রত্যেকটি দেশের মধ্যে। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে চলতি বছরে আরও বেশকিছু প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে চান ইগর স্টিমাচ। ভারতীয় ফুটবল দলের অভূতপূর্ব পারফরম্যান্স তুলে ধরাই একমাত্র লক্ষ্য স্টিমাচের।