মরসুম শুরু হতে না হতেই মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) শিবিরে একের পর এক চোট সমস্যা। তারকা খচিত স্কোয়াড হলেও প্রথম দলের একাধিক ফুটবলারের চোট সমস্যা চিন্তা বাড়িয়েছে বাগান সমর্থকদের। জল্পনা রয়েছে গ্লেন মার্টিনসকে (Glan Martins) কেন্দ্র করে।
মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডোর পছন্দের ফুটবলার বলে সবুজ মেরুন সমর্থকদের কাছে পরিচিত গ্লেন মার্টিনস। তিনিও চোটের কবলে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম দলের সঙ্গে পুরো দমে অনুশীলনে পাওয়া যায়নি তাকে। AFC প্রতিযোগিতায় বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধেও প্রথম একাদশে তিনি ছিলেন না। পরিবর্ত খেলোয়াড় হিসেবে পরে মাঠে নামলেও তার ফিটনেস নিয়ে রয়েছে জল্পনা।
গত মরসুমের মাঝমাঝি সময়ে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন ভারতীয় এই ডিফেন্সিভ মিডফিল্ডার। স্প্যানিশ কোচ তাকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছেন। যদিও গ্লেনের খেলায় ক্লাবের সমর্থকরা খুব একটা খুশি নন। গ্লেন শুরু থেকে মাঠে না থাকলেও আবাহনীর বিরুদ্ধে জয় পেতে অসুবিধা হয়নি মোহন বাগান সুপার জায়ান্টের। বড় দলের জার্সি পরে নিজের দায়িত্ব ভালোভাবে সামলাচ্ছেন অনিরুধ থাপা।
চোট সমস্যায় রয়েছেন রক্ষণ ভাগের বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হামিল। তিনিও পায়ের সমস্যায় ভুগছেন বলে মনে করা হচ্ছে। এছাড়া দিমি পেত্রতোসের চোখের অবস্থা এখনও ভালো না। চোখের সমস্যা নিয়েই শুক্রবার অনুশীলনে নেমেছিলেন দিমি পেত্রতোস।