East Bengal: বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে, চোটের জন্য মাঠের বাইরে সার্থক-আমন-নিরঞ্জন

East Bengal Senior team

এবারের কলকাতা লিগ শুরু থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দল। গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলে আসা ফুটবলারদের সামনে রেখে এবারের কলকাতা লিগ খেলার কথা থাকলেও একাধিক সমস্যার দরুন দল থেকে বাদ পড়তে হয়েছে বহু ফুটবলারদের। যাদের মধ্যে অন্যতম জেসিন টিকে। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের গোটা মরশুম জুড়ে লাল-হলুদ জার্সিতে মাঠে দাপট দেখিয়ে আসলেও চিকেন পক্সের জন্য দল থেকে ছিটকে যেতে হয়েছিল জেসিনকে।

এছাড়াও অনুশীলন চলাকালীন পায়ে গুরুতর চোট পাওয়ার দরুণ মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় আরেক তারকা ফুটবলার মহম্মদ রোশেলকে। এছাড়াও অসুস্থ ছিলেন মহিতোষ রায়ের মতো ফুটবলাররা। যারফলে, প্রিমিয়ার ডিভিশন লিগে দল নামানোর পাশাপাশি ভবিষ্যতের সাপ্লাই লাইন গড়ে তুলতে একাধিক নয়া ফুটবলারদের দলে টানতে শুরু করে ইস্টবেঙ্গল।

   

সেইমতো, গত কয়েকমাসে সল্টলেকে ট্রায়াল চালিয়ে এই রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যের একাধিক ফুটবলারদের দলে টানে ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন বুনন্দ সিং থেকে শুরু করে গুরনাজ সিং গ্ৰওয়াল ও গুইতের মতো ফুটবলার। মূলত এই নয়া ফুটবলারদের পাশাপাশি রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলে আসা কুশ ছেত্রী, আমন সিকে, ও অতুল উন্নিকৃষ্ণন সহ সিনিয়র দলের কয়েকজন ফুটবলারদের সামনে রেখে টুর্নামেন্ট খেলতে নামে ইমামি ইস্টবেঙ্গল। শুরুটা খুব একটা মধুর না হলেও সময়ের সাথে সাথে ঘুরে দাঁড়ায় গোটা দল। তারমধ্যে চোট কাটিয়ে আজ মাঠে ফিরতে চলেছেন রোশল ও মহিতোষ রায়। তবে পুরোপুরি চিন্তা কাটছে না দলের ক্ষেত্রে।

বিশেষ সূত্র মারফত খবর, পায়ের চোটের জন্য বর্তমানে মাঠের বাইরে থাকতে হবে দলের তিন তারকা ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন সিনিয়র দলের সদস্য সার্থক গোলুই, নিরঞ্জন ও আমন সিকে। উল্লেখ্য, গত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের পাশাপাশি এবারের কলকাতা লিগেও যথেষ্ট ভালো পারফরমেন্স রেখেছেন আমন। গত কয়েক ম্যাচে একের পর এক গোল পেয়েছেন তিনি। তাই আমনের বাইরে থাকায় কিছুটা হলেও যেন শক্তিক্ষয় হল লাল-হলুদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন