Chennai Super Kings: আইপিএল শুরুর মুখে চোটের কবলে সুপার কিংসের ৩ ক্রিকেটার

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নতুন মরসুমের আগে সমস্যার সম্মুখীন হচ্ছে দল। চেন্নাইয়ের একজন বা দু’জন খেলোয়াড় নন, ৩ জন…

Chennai Super Kings

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নতুন মরসুমের আগে সমস্যার সম্মুখীন হচ্ছে দল। চেন্নাইয়ের একজন বা দু’জন খেলোয়াড় নন, ৩ জন খেলোয়াড় চোটের কবলে পড়েছেন। এই তিন খেলোয়াড় কতো দিনে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে রয়েছে জল্পনা।

Advertisements

চেন্নাই সুপার কিংসের তারকা খেলোয়াড় ডেভন কনওয়ে এবং শিবম দুবে চোট পেয়েছেন বলে জানা গিয়েছিল আগেই। এবার সিএসকে’র আরও এক খেলোয়াড় চোট পেয়েছেন। এবার চোট পেলেন মাথিশা পাথিরানা। এর জেরে সিএসকের অসুবিধা কমার বদলে আরও বেড়ে গিয়েছে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাথিরানা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এখন আইপিএল খেলা নিয়েও তৈরি রয়েছে সংশয়।

Advertisements

গত ৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল করতে এসে বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাথিশা পাথিরানা। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় এই খেলোয়াড়কে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই চোট সামান্য এবং তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি ফিরতে পারবেন। তবে তৃতীয় টি-টোয়েন্টি থেকেও ছিটকে গিয়েছেন তিনি। এছাড়া আইপিএলের কয়েকটি ম্যাচও মিস করতে পারেন বলে এখন আশংকা করা হচ্ছে। মাথিশা কতদিন ফিট থাকতে পারবেন সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি অবশ্যই সিএসকে দল এবং তাদের লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি চিন্তার কারণ।

আগামী ২২ জুন সিএসকে বনাম আরসিবির মধ্যে আইপিএল সিজন ১৭-র প্রথম ম্যাচ খেলা হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সন্ধ্যা রাত ৮টায থেকে। এই নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এমন পরিস্থিতিতে ততদিনে চেন্নাইয়ের চোট পাওয়া ক্রিকেটাররা সুস্থ হয়ে উঠতে পারেন কি না এখন সেটাই দেখার।