কোচ বদলের পর থেকেই সুদিন ফিরতে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে কলকাতা ময়দানের এই প্রধানের পারফরম্যান্স চমকে দিয়েছিল সকলকে। তারপর ধীরে ধীরে ইন্ডিয়ান সুপার লিগে ও ছন্দে ফিরতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিন্তু খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না ময়দানের এই প্রধানের। টুর্নামেন্ট এগোনোর সাথে সাথেই চোটের কবলে পড়তে হয়েছে দলের একাধিক ফুটবলারদের। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের এমন সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে গোটা দলকে।
এমন পরিস্থিতিতে প্রথম একাদশ বাছতে কার্যত হিমশিম খাওয়ার মত পরিস্থিতি অস্কার ব্রুজনের। সপ্তাহ কয়েক আগে পর্যন্ত ইস্টবেঙ্গল দলকে নিয়ে সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকার কথা শোনা গেলেও বর্তমানে দলের চোট আঘাতের সমস্যা নিয়ে যথেষ্ট হতাশ এই স্প্যাম কোচ। এখন আইএসএল ভুলে আসন্ন সুপার কাপের পাশাপাশি এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু তাঁর আগে আইএসএলের বাকি ম্যাচগুলি খেলে ভালো পারফরম্যান্স করতে চান ব্রুজন। সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে মশাল ব্রিগেড।
এক্ষেত্রে নিজেদের সীমিত শক্তি নিয়েই লড়াই করতে চান ইস্টবেঙ্গল কোচ। সেজন্য অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠির দায়িত্ব পালন করছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগে থাকছেন নিশু কুমার, হেক্টর ইউস্তে, লালচুংনুঙ্গা এবং নন্দকুমার সেকার। হিজাজী মাহেরের গুরুতর চোট থাকায় চলতি মরসুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। যা নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে। আজ মাঝ মাঠের দখল নেওয়ার জন্য থাকছেন রিচার্ড সেলিস, নাওরেম মহেশ সিং, সৌভিক চক্রবর্তী এবং পিভি বিষ্ণু। এবং আপফ্রন্টে থাকছেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এবং ডেভিড লালহানসাঙ্গা।
Your polas to take on the Islanders at the Mumbai Football Arena tonight! 🔴🟡 ⚔️ 🔵
Nandha, Hector and David return to the starting XI. #JoyEastBengal #ISL #MCFCEBFC pic.twitter.com/LscPssJNgk
— East Bengal FC (@eastbengal_fc) January 31, 2025
আপাতত প্রভাত লাকরা থেকে শুরু করে মার্ক জোথানপুইয়া এবং সায়ন ব্যানার্জির মতো করে রিজার্ভ বেঞ্চে থাকলেও পরিস্থিতি অনুযায়ী তাঁদের মাঠে নামানোর কথা ভাবতে পারেন ইস্টবেঙ্গল ফুটবল কোচ।