এফসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ইনজুরিতে জর্জরিত জামশেদপুর

Jamshedpur FC

জামশেদপুর এফসি (Jamshedpur) রবিবার ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে নামার আগে কার্যত মিনি হাসপাতালের চেহারা নিয়েছে। কোচ এইডি বুথরয়েডের জামশেদপুর এফসি চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচে ৩-১ গোলে হেরেছে।এই ম্যাচে জামশেদপুর দলের খেলোয়াড় ওয়েলিংটন প্রিওরি ১৬ মিনিটে কুঁচকিতে চোট পেয়ে স্ট্রেচার করে মাঠ ছাড়ে।

Advertisements

ইস্টবেঙ্গল ম্যাচের আগে মিডফ্লিডার ওয়েলিংটন প্রিওরি চোট চিন্তায় রেখেছে কোচ বুথরয়েডকে।লাল হলুদ বিগ্রেড চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ফর্মে না থাকলেও ইভান,মহেশ, হাওকিপরা তিন পয়েন্ট পাখির চোখ করে জামশেদপুরে এসেছে, লক্ষ্য একটাই লিগ টেবলে নিজেদের উন্নতি করা।

Advertisements

এমন অবস্থায় টিমের কম্বিনেশন সাজাতে হিমশিম অবস্থা জামশেদপুর এফসি দলের কোচের।ISL পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল আট নম্বরে আর ফারুখ চৌধুরী, ড্যানিয়েল চিমারা নয় নম্বরে। ইশান পণ্ডিতরা চাইছে ঘরের মাঠ JRD টাটা স্পোটর্স কমপ্লেক্সে ইস্টবেঙ্গল এফসিকে হারাতে সঙ্গে তিন পয়েন্ট নিয়ে রেড এন্ড গোল্ড বিগ্রেডকে টপকাতে।কিন্তু জামশেদপুর এফসির মাঝমাঠের কাণ্ডারি ওয়েলিংটন প্রিওরি রবিবারের ম্যাচে খেলতে না পারার কারণে মহা সমস্যায় পড়েছে কোচ এইডি বুথরয়েড। তবে এই ম্যাচ কঠিন হতে চলেছে,কারণ দু’দলই পয়েন্ট টেবলে নীচের দিকে,মাঠে উভয় চাইবে টেবলে উন্নতির, তাই ভক্তরা কখনই এই ম্যাচ মিস করতে চাইবে না।