ইস্টবেঙ্গল শিবিরের জন্য স্বস্তির খবর। ফুটবলার অ্যালেক্স লিমা (Alex Lima) সম্পূর্ণ ফিট।ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর লিমাকে বল পায়ে খেলতে দেখা যাবে।
প্রসঙ্গত,অ্যালেক্স লিমা এফসি গোয়া ম্যাচে চোট পেয়েছিল।ব্রাজিলিয়ান এই মিডফ্লিডারের চোট নিয়ে যথেষ্ট বিব্রত ছিল লাল হলুদ শিবির। এখন লিমা সুস্থ হওয়াতে অনেকটাই হাফ ছেড়ে বাঁচলো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
লিমা চোটমুক্ত হওয়াতে সম্ভবত কিরিয়াকুর সঙ্গে যুগলবন্দী দেখা যেতে পারে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে।তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।
Advertisements