Injury Blow: আপাতত মাঠের বাইরে বাগানের আরও এক ফুটবলার

Mohun Bagan Chennaiyin FC

আশঙ্কা সত্যি হল। চোটের কবলে (Injury Blow) মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) আরও এক ফুটবলার। আপাতত খেলতে পারবেন না ফর্মে থাকা অন্যতম ভারতীয় ফুটবলার।

বুধবার সন্ধ্যায় প্রাপ্ত খবর অনুযায়ী, চোটের কবলে পড়েছেন মনবীর সিং। তার মাসল স্ট্রেন হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচ। নিজে এই চোট সংবাদ দিয়েছেন বলে খবর। আগামী সাত থেকে চোদ্দো দিন মনবীর সিং হয়তো খেলতে পারবেন না। কাতারের বিরুদ্ধে হওয়া ভারতের ম্যাচেও খেলতে পারেননি তিনি। কুয়েত ম্যাচের পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

manvir singh

Advertisements

জাতীয় দলের পাশাপাশি মোহন বাগান সুপার জায়ান্টের হয়ে মনবীর সিংয়ের সাম্প্রতিক পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ২৮ বছর বয়সী উইঙ্গার তার দুর্দান্ত ফুটওয়ার্ক এবং প্রতিপক্ষের গোলে ফিনিশিংয়ের জন্য নিজেকে নতুন করে চিনিয়েছেন। তাকে নিয়ে ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচও বেশ আশাবাদী। কুয়েতের বিরুদ্ধে ম্যাচের পর মনবীরের প্রশংসা করেছিলেন।

মনবীর ইতিমধ্যে তার ক্লাবের হয়ে চারটি ম্যাচে দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন। আক্রমণ গড়ার ক্ষেত্রে নিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা । এছাড়াও ভারতের হয়ে আক্রমণভাগে নিয়মিত স্টার্টার হতে শুরু করেছেন। তিনি তার সাম্প্রতিক পারফরম্যান্স ভারতের আক্রমণ ভাগের শক্তি অনেকটা বাড়িয়েছেন।