কবে থেকে এএফসি কাপের টিকিট মিলবে সবুজ-মেরুনের? জানুন

এএফসি কাপের (AFC Cup ) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে হারিয়েই নিজেদের অভিযান শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। পরবর্তীতে মালদ্বীপের…

Mohun Bagan XI

এএফসি কাপের (AFC Cup ) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে হারিয়েই নিজেদের অভিযান শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। পরবর্তীতে মালদ্বীপের মাজিয়া রিক্রিয়েশন স্পোর্টসের মতো দলের বিপক্ষে ও আসে জয়। তবে শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেষ রক্ষা হয়নি।

অ্যাওয়ে ম্যাচে তাদের বিপক্ষে এগিয়ে থেকেও তিন পয়েন্ট মাঠে ফেলে আসতে হয়েছিল মেরিনার্সদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হুয়ান ফেরেন্দোর। সেইমতো গতকাল থেকেই নিজেদের ঘরের মাঠে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। তবে বর্তমানে দলের একাধিক সদস্য জাতীয় শিবিরে থাকায় মূলত বিদেশিদের নিয়েই অনুশীলন চালান বাগানের আইএসএল জয়ী কোচ।

লক্ষ্য একটাই। দলের জয় সুনিশ্চিত করা। অপরদিকে, প্রিয় দলের জন্য গলা ফাঁটাতে তৈরি আপামর সবুজ-মেরুন জনতা। কিন্তু কবে থেকে মিলবে ম্যাচের টিকিট? সেই নিয়ে এবার জানা গেল নয়া তথ্য। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ সন্ধ্যা ৭টা বেজে তিরিশ মিনিট নাগাদ শুরু হতে চলেছে এই ম্যাচ। যা নিয়ে উত্তেজিত সকলেই।

ক্লাবের তরফ থেকে ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর সকাল এগোরটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বুকিং ও অফলাইন টিকিট ক্রয় করা যাবে সল্টলেক স্টেডিয়ামের দুই নম্বর বক্স অফিস। এছাড়াও ম্যাচের দিন সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্টেডিয়াম থেকে রিডিম করা যাবে অনলাইন টিকিট।

এছাড়াও আগামীকাল থেকে ২৬ তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মোহনবাগান বক্স অফিস থেকে।