Mohun Bagan: চোটের জেরে নয়া মরশুমে মাঠের বাইরে সবুজ-মেরুন তারকা

এবারের কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ পায়ে চোট পান বাগান ফুটবলার আশিক কুরুনিয়ান (Mohun Bagan Star Ashique Kuruniyan)।

Ashique Kuruniyan

এবারের কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ পায়ে চোট পান বাগান ফুটবলার আশিক কুরুনিয়ান (Mohun Bagan Star Ashique Kuruniyan)। তখন থেকেই আন্দাজ করা হচ্ছিল লিগামেন্টে হয়ত গুরুতর চোট এসেছে এই তরুন ফুটবলারের। সেজন্য সেই ম্যাচের মাঝামাঝি সময়েই তাকি তুলে নিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ।

তাই পরবর্তীতে লেবানন ম্যাচে ও আর তাকে দেখা যায়নি প্রথম একাদশে। সেই টুর্নামেন্ট শেষ করে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও চোটের কারনে তাকে পাঠিয়ে দেওয়া হয় ক্লাবের কাছে। যা নিয়ে রীতিমতো অবাক হয়েছিল সকলে। এমনকি জানা গিয়েছিল আশিকের বদলে লিস্টন কোলাসোকে জাতীয় শিবিরে চেয়েছেন ইগর স্টিমাচ।

তবে লিস্টনকে ছাড়তে রাজি হয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। লিস্টনের অনুপস্থিতি সবুজ-মেরুন ব্রিগেডের উইংয়ের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব পড়বে তা সকলেই জানে। কিন্তু প্রশ্ন হল ঠিক কতটা চোট রয়েছে আশিকের? পূর্বেই বাগান কোচ হুয়ান ফেরেন্দোর মুখে শোনা গিয়েছিল আশিকের চোট যথেষ্ট গুরুতর। সেক্ষেত্রে তার মাঠে ফেরা নিয়ে দেখা দিয়েছিল সংশয়।

বর্তমানে যা খবর, এই নয়া মরশুমে আর হয়ত খেলতে পারবেন না কেরালার এই তারকা ফুটবলার। উল্লেখ্য, হুয়ান ফেরেন্দোর দলের লেফট উইংয়ে অন্যতম ভরসা ছিলেন আশিক। তবে চোটের পর কোনো রকম পরীক্ষা না করেই তাকে পাঠিয়ে দেওয়া হয় ক্লাবে। যা নিয়ে তৈরি হয় প্রবল বিতর্ক।

এবার তার চোট পরীক্ষা করে জানা গিয়েছে যে এবারের আইএসএলে আর হয়ত মাঠে দেখা যাবে না আশিক কুরুনিয়ানকে। বলাবাহুল্য, এবারের এই নয়া মরশুমে লিস্টন কোলাসোর পাশাপাশি আশিকের উপরেই ভরসা রেখেছিলেন ফেরেন্দো। কিন্তু তার চোটে এবার বড়সড় ধাক্কা খেল গতবারের আইএসএল জয়ীরা।