চোটের কবলে মহামেডানের এই তারকা ফুটবলার, জানুন

শেষ সিজনে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার দরুণ এবার আইএসএল খেলতে এসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে প্রথম থেকেই তাঁদের অনবদ্য পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে।…

Cesar Lobi Manzoki

শেষ সিজনে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার দরুণ এবার আইএসএল খেলতে এসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে প্রথম থেকেই তাঁদের অনবদ্য পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে। তারপর তৃতীয় ম্যাচে‌ শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে চলে আসে বহু প্রতীক্ষিত জয়। তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল দলের সকল ফুটবলারদের মধ্যে।

কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ফের পরাজিত হতে হয় সাদ-কালো ব্রিগেডকে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত জয়ের সরণিতে ফিরতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে পয়েন্ট টেবিলের তলানিতে এসে ঠেকেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেই নিয়ে হতাশ সমর্থকরা। এই আবহে কোচের ভূমিকা নিয়ে ও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যদিও কোচ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ সাদা-কালো ম্যানেজমেন্ট।

আন্দ্রে চেরনিশভের উপরে ভরসা রেখেই এবার এগোতে চাইছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সূচি অনুযায়ী আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে অ্যালেক্সিস গোমেজরা। গত ম্যাচের হতাশা ভুলে সেইমতো অনুশীলন করেছে গোটা দল। সব ঠিকঠাক থাকলে শনিবার সকালে শহরের বুকে শেষ অনুশীলন করেই কোচি উড়ে যাবে সাদা-কালো ব্রিগেড। তবে এসবের মাঝেই ফের ধাক্কা মহামেডানের। এবার চোটের কবলে পড়েছেন দলের বিদেশি ফরোয়ার্ড লবি মাঞ্জোকি।

Advertisements

উল্লেখ্য, গত শুক্রবার গোটা দলের সঙ্গেই অনুশীলন শুরু করেছিলেন সেন্ট্রাল আফ্রিকার এই তারকা ফরোয়ার্ড। তবে মাঝপথেই গোড়ালিতে চোট পান এই ফুটবলার। যারফলে ডাগ আউটে বহুক্ষণ বসে থেকেই সতীর্থদের অনুশীলন দেখেন তিনি। বর্তমানে তাঁর চোটের গভীরতা স্পষ্ট না হলেও আগামী ম্যাচে হয়তো প্রথম থেকে শুরু করতে পারবেন না এই বিদেশি ফুটবলার।