দুর্ঘটনার কবলে পড়েছেন আইপিএল নিলাম থেকে আলোচনায় উঠে আসা তরুণ ক্রিকেটার রবিন মিনজ (Robin Minz)। ২১ বছর বয়সী এই খেলোয়াড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে। ভর্তি করা হয় হাসপাতালে। আইপিএলে মিনজকে দলে নেয় গুজরাট টাইটান্স।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিনজ কাওয়াসাকি সুপারবাইক চালাচ্ছিলেন। তখন অন্য একটি বাইকের সাথে সংঘর্ষ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রবিন বড় চোট পাননি বলেই মনে করা হচ্ছে। সামান্য আঘাত পেয়েছেন তবে তাঁর বাইকটি ক্ষতিগ্রস্থ হয়েছে। মিনজ তাঁর ডান হাঁটুতে সামান্য আঘাত পেয়ে থাকতে পারেন।
মিনজের বাবা রাঁচি বিমানবন্দরের নিরাপত্তারক্ষী। একবার মহেন্দ্র সিং ধোনির মুখোমুখি হয়েছিলেন তিনি। ধোনি রবিনের বাবাকে কথা দিয়েছিলেন, আইপিএল ২০২৪-এর নিলামে রবিনকে কেউ না নিলে চেন্নাই সুপার কিংস রবিনকে দলে নেবে। চেন্নাই সুপার কিংসও মিনজের জন্য বিড করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট ও সানরাইজার্স হায়দরাবাদও রবিন মিঞ্জের জন্য বিড করেছে। শেষ পর্যন্ত গুজরাটই তাঁকে দলে নেয়। গুজরাট ৩.৬০ কোটি টাকায় দলে নিয়েছে তাঁকে।
আইপিএল অনেক খেলোয়াড়ের জীবন তৈরি করে দিয়েছে। রবিনও আইপিএলে খেলে নিজের জীবন বদলে দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে তাঁর চেষ্টা থাকবে চোট পুরোপুরি কাটিয়ে মাঠে ফেরা, যাতে সে স্বপ্ন পূরণ করতে পারে।