বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নিজেদের ঘরের মাঠে ৫ গোলের ব্যবধানে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে কুয়াদ্রাতের ছেলেরা। উল্লেখ্য, হায়দরাবাদ ম্যাচের পর একাধিক ম্যাচে ভালো খেলে এমনকি এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।
মূলত বেঙ্গালুরু এফসির ম্যাচ থেকে যে খরা দেখা দিয়েছিল তা পরবর্তীতে গোয়া, কেরালা ম্যাচ অবধি বজায় ছিল। যারফলে, এবার ও দলের জয় নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলে। এমনকি শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিপক্ষে ও গোল করে এগিয়ে থেকে শেষ রক্ষা করতে পারেনি। তবে এবার এসেছে বহু প্রতিক্ষিত জয়।
এবার নিজেদের এই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম উদ্দেশ্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। আগামী ৯ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের নতুন দল তথা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। নর্থইস্ট ম্যাচের এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের। তবে এই ম্যাচ জিতে যেমন খুশির আমেজ দেখা দিয়েছে দলের ফুটবলারদের মধ্যে ঠিক তেমন ভাবেই যথেষ্ট চিন্তা থেকে যাচ্ছে সকলের। আসলে ম্যাচ চলাকালীন চোট পান লাল-হলুদের ঘরের ছেলে তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। পরবর্তীতে তাকে মাঠে দেখা গেলেও আগের মতো নয়। একেবারে বড়সড় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় দেখা যায় দলের এই দাপুটে ফুটবলারকে।
এখন কেমন আছেন এই তারকা? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে খাবরাকে নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতে দেখা যায় লাল-হলুদের স্প্যানিশ বসকে। তার কথায় বর্তমানে খাবরার যথেষ্ট বড় রকমের চোট এসেছে। যার জন্য আগামী দিনে বেশকিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকা ফুটবলারকে। যা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে দলের অন্দরে।