গ্যারি কারস্টেনকে (Gary Kirsten) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ফরম্যাট মিলিয়ে দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ। দুই বছরের জন্য নিয়োগ করেছে পিসিবি।
কারস্টেন বর্তমানে ভারতে রয়েছেন এবং গুজরাট টাইটানসের ব্যাটিং কোচ, পরামর্শদাতার পদে রয়েছেন। এই লিগ শেষ হলেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কারস্টেনের কোচিংয়েই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তখন দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কারস্টেনের কোচিংয়ে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালের এশিয়া কাপ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা পাকিস্তানের।
Gary Kirsten and Jason Gillespie bring with them a wealth of coaching experience.
Read more ➡️ https://t.co/2CWCTGDRVN pic.twitter.com/ISo6jGaBFw
— Pakistan Cricket (@TheRealPCB) April 28, 2024
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার সহ-আয়োজক দেশে। চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জেসন গিলেস্পি। এরপর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে পাকিস্তানকে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘গ্যারি কারস্টেন ও জেসন গিলিস্পির নিয়োগ প্রমাণ করে পাকিস্তান ক্রিকেট দলকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিদেশি কোচেরা আমাদের খেলোয়াড়দের মধ্যে কতটা সম্ভাবনা দেখছেন। আমরা দলকে সেরা সুযোগ-সুবিধা দিতে চাই, সে কারণেই আমরা কারস্টেন এবং গিলিস্পিকে বেছে নিয়েছি।’